প্যাট কামিন্সকে দলে নিতে সানরাইজার্স হাꦏয়দরাবাদ খরচ করেছে ২০ কোটি ৫০ লক্ষ টাকা। তাঁদের খরচ করা একটি টাকাও যে বৃথা যায়নি, সেটা এতদিনে বুঝে গিয়েছে সানরাইজার্স শিবির। কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদ এবছর যে রকম উদ্দীপ্ত ক্রিকেট খেলেছে, তা নিঃসন্দেহে চমকপ্রদ।
মাঠের ভিতর আগ্রাসী ক্রিকেটে সমর্থকদের বিস্তর আনন্দ বিলিয়েছেন কামিন্সরা। তবে সানরাইজার্স দলনায়ক নিজের গতিবিধি বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। মাঠের বাইরেও তিনি হꦐায়দরাবাদের মানুষকে খুশি উপহার দেন।
সম্প্রতি কামিন্সকে হায়দরাবাদের স্কুল ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। শিশুদের সঙ্গে ক্রিকেট খেলাতেও মেতে ওঠেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলনায়ক। শুধু কয়েকটা বল ছুঁড়েই দায় সারা নয়, বরং কখনও কামিন্সকে ব্যাটারের ভূমিকায় দেখা যায়, আবার কখনও উইকেটকিপিং করেন তিনি। আম্পায়ারিং করতেও কুণ꧑্ঠা বোধ কর🌠েননি সানরাইজার্স দলনায়ক।
কচিকাঁচাদের সঙ্গে কামিন্সের ক্রিকেট খ🌳েলার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কামিন্সকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়। সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সানরাইজার্স হায়দরাবাদ আই🌠পিএল ২০২৪-এর ১৩ ম্যাচে ৭টি জয় তুলে নেয়। তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১৫ পয়েন্ট সংগ্রহ করা মাত্রই ♒হায়দরাবাদ চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট নিশ্চিত করে। তারা তৃতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে।
রবিবার ঘরের মাঠ উপ্পলে সানরাইজার্স তাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামছে। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এই ম্যাচ জিতলে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়াব🧸ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস তাদের শেষ লিগ ম্যাচে কেকেআরের কাছে হেরে গেলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের বৃত্তে প্রবেশ করবেন প্যাট কামিন্সরা।
সুতরাং, ইতিমধ্যেই প্লে-অফের টিকিট নিশ্চিত হলেও হায়দরাবাদের কাছে তাদের শেষ লিগ ম্যাচটি গুরুত্বহীন নয় মোটেও। লিগ টেবিলের প্রথম দুইয়ে 🌼থাকতে পারলে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পাওয়া যাবে। সেক্ষেত্রে একটি ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার সুযোগ মিলবে।
অর্থাৎ, ফাইনালে ওঠার জোড়া প্রয়াস করা যাবে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থেকে লিগপর্ব শেষ করতে পারলে। বলা বাহুল্য, সানরাইজার্সের নজর এখন সেদিকেই। ঘরের মাঠে ম�🐬�্যাচ বলে হোম অ্যাডভান্টেজ পাবেন প্যাট কামিন্সরা। তার উপর পঞ্জাব কিংস শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে না। জিতেশ শর্মার নেতৃত্বে ভারতীয় নির্ভর দল নিয়ে পঞ্জাবকে খেলতে হবে শেষ ম্যাচ।