অসাধারণ বললেও কম বলা হয়। বৃহস্পতিবার ডালাসে পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানের যে ক্যাচটি ধরেন স্টিভেন টেলর, তাঁকে এককথায় অবিশ্বাস্য বলা যায়। আমেরিকার অভিজ্ঞ তারকা স্লিপে শূন্যে শর🐷ীর ছুঁড়ে যেভাবে রিজওয়ানের ব্যাটের কানা ছোঁয়া বল এক হাতে লুফে নেন, তা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা সন্দেহ নেইܫ।
বৃহস্পতিবার এ-গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে টুর্নামেন্টের যুগ্ম আয়োজক আমেরিকা। টস জিতে পাকিস্তানকে শুরুতে 🤪ব্যাট করতে পাঠায় আমেরিকা। ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামেন উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। আমেরিকার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন স্পিনার কেনজিগে।
প্রথম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন রিজওয়ান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন পেসার সৌরভ নেত্রভালকর। তাঁর ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে বসেন রিজওয়ান। ১.২ ওভারে রিজওয়ানকে সুইংয়ে পরাস্ত করেন সৌরভ। বল রিজওয়ানের ব্যাটের বাইরের 🅘কানায় লেগে দ্বিতীয় স্লিপ অঞ্চলে উড়ে যায়।
দ্বিতীয় স্লিপে কোনও ফিল্ডার রাখেনি আমেরিকা। প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন স্টিভেন টেলর। বল অত্যন্ত নীচু দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক যে মুহূর্তে বল মাটি ছোঁয়ার উপক্রম করে, নিজের ডানদিকে শরীর ছুঁড়ে কার্যত ছোঁ-মেরে বল লুফে নেন টেলর। ক্যাচ ধরতে ফুল লেনথ⛄ ডাইভ দেন টেলর। শূন্যে ওড়া অবস্থায় এক হাতে তিনি ক্যাচ ধরেন।
টেলর ১৯ মিটার দূরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে বল 𒐪পৌঁছতে সময় নেয় ০.৭৮ সেকেন্ড। এক সেকেন্ডেরও কম সময়ে দ্রুত উড়ে যাওয়া বল ধরতে দুরন্ত ক্ষিপ্রতার পরিচয় দেন টেলর। তাঁর এমন অবিশ্বাস্য ফিল্ডিংয়ের জন্য রিজওয়ানকে সাজঘরে ফিরতে হয় ব্যক্তিগত ৯ রানে। ৮ বলের ইনিংসে রিজওয়ান ১🎉টি ছক্কা মারেন। পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে দলগত ৯ রানে।
পাকিস্তান শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন ক্যাপ্টেন বাবর আজম। ৪৩ বলের সতর্ক ইনিংসে তিন♕ি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন শাদব খান। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ইফতিখার আহমেদ ꦺ১৮ ও ফখর জামান ১১ রান করেন।