উদꦍ্দেশ্য আমেরিকায় ক্রিকেটের প্রচার ও প্রসার। আইসিসি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে যুগ্মভাবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়ে ক্ষান্ত থেকেছে, এমনটা নয়। বরং বিশেষ বিশেষ কর্মসূচির মাধ্যমে আমেরিকার মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করছে।
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ। তারই পাশাপাশি সাধারণ অনুরাগীদের ক্রিকেটের সঙ্গে হাতেখড়ি করিয়ে দিতে আইসিসি ব্যবস্থা করেছে ফ্যান পার্কের। যেখানে নেটের ভিতর টার্ফের পিচে অনুরাগীরা শিখতে পারেন ব্যাটিং-বোলিং। কীভাবে বল করতে হয়, কোনটা বৈধ এবং কোন কোন বিষয় অবৈধ, প্রভৃতি বিষয়ে আমেরিকা𓆏র মানুষকে সাধারণ জ্ঞান দেওয়ার জন্য আইসিসি নিযুক্ত করেছে সেচ্ছ্বাসেবক।
আইসিসির এরকমই একজন কর্মী এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন, যা নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। সেই স্বেচ্ছ্বাসেবক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন। তবে তিনি আসলে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টে🎀ইনকে চিনতেই পারেননি।
সোশ্যাল মিডিয়ায় একটি𝓡 ভিডিয়ো দাবানꦜলের মতো ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় আইসিসির এরকমই এক স্বেচ্ছ্বাসেবক বোলিং শেখাচ্ছেন স্টেইনকে। স্টেইন স্বাভাবিকভাবেই নিজের পরিচয় জানননি। সংশ্লিষ্ট কর্মী দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারকে আমেরিকার নাগরিক ভেবে ভুল করে বসেন।
স্টেইনকে রীতিমতো হাতে ধরে শেখাতে থাকেন কীভাবে বল করতে হয়। এই বিষয়েও সচেতন করেন যে, কনুই বাঁকলে চাকিংয়ের দায়ে পড়তে হয়। অর্থাৎ, স্টেইনকে তিনি শেখানোর চেষ্টা করেন কীভাবে চাকিং এডಌ়িয়ে বৈধ ডেলিভারি করতে হয়। স্টেইন নির্দেশ মেনে কয়েকটি বলও করেন। এমন অভিজ্ঞতার মুখে পড়ার পরে স্টেইনের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
ডেল স্টেইনকে এক ছোকরা বোলিংয়ের পাঠ দিচ্ছেন, এই বিষয়টিই অবাক করে নেটিজেনদের। সঙ্গত কারণেই সোশ্যাল মিডিয়াꦺয় বিস্তর হাসাহাসি শুরু হয় এই নিয়ে।
ডেল স্টেইনের আন্তর্জাতিক কেরিয়ার:-
ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট ম্๊যাচে মাঠে নামেন। তিনি সংগ্রহ করেন ৪৩৯টি উইকেট। ইনিংসে🐭 ৫ উইকেট নেন ২৬ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নেন ৫ বার। তিনি টেস্টে ২টি অর্ধশতরান-সহ ১২৫১ রান সংগ্রহ করেন।
স্টেইন দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৫টি ওয়ান ডে ও 💝৪৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৪টি উইকেট নেন তিনি। সুতরাং,▨ তিন ফর্ম্যাট মিলিয়ে সাকুল্যে ৬৯৯টি আন্তর্জাতিক উইকেট রয়েছে ডেল স্টেইনের ঝুলিতে।