আইপিএল অভিযান এবারের♊ মতো শেষ করেছে গুজরাট টাইটান্স দল। পরপর দুটি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় আর প্লে অফের স্বপ্ন সত্যি হয়নি তাঁদের। অবশ্য কেকেআর ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে এক পয়েন্ট পেতেই তাঁদের বিদায় নিশ্চিত হয়ে গেছিল। তবুও সুযোগ ছিল, জয় দিয়ে লিগ অভিযান শেষ করার। সেটা আর করা হয়নি শুভমন গিলের দলের। নিজের রানের ট্যালিও আর বাড়িয়ে নিতে পারেননি গিল। এবার তিনি প্রস্তুত হচ্ছেন টি২০ বিশ্বকাপে রিজার্ভ দলের জন্য। এরই মধ্যে বৃহস্পতিবার ম্যাচের পর গিল মন ছুঁয়ে নিলেন। অধিনায়ক হিসেবে এবারে তাঁর শেষ ম্যাচ ছিল। এদিকে এই ম্যাচে সানরাইজার্স দলের ক্রিকেটার অভিষেক শর্মা তাঁর পরিবারকে আসতে বলেছিলেন খেলা দেখার জন্য। সেই মতো বাড়ির সদস্যরা এসেছিলেন তাঁর খেলা দেখতে। বৃষ্টির জন্য খেলা দেখা হয়নি, কিন্তু তাঁদের দেখে গিল যা করলেন, তা হৃদয় জিতে নিল মাঠে আসা ক্রিকেটভক্তদের। সেই ভিডিয়ো ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-'💟ট্রায়ালে শ্যাম থাপার মতো ভলি মেরেছিল, সেই দেখেই দলে নিয়েছিলাম', সুনীলের অবসরে আবেগ তাড়িত বাব♌লু
এর আগেও অভিষে🃏ক শর্মা বাড়ির সদস্যদের বলেছিলেন তাঁর খেলা দেখতে আসতে। কিন্তু বিধ্বংসী ব্যাটারের খেলা দেখতে পারেনি তাঁর পরিবার, কারণ হায়দরাবাদের পরিবর্তে অন্য জায়গার টিকিট ভুল করে কেটে ফেলেছিলেন তাঁরা। এবার অবশ্য সেই ভুল করেনি অভিষেকের পরিবার, নির্দিষ্ট স্থানেই এসেছেন। তাঁদের দেখেই গুজরাট অধিনায়ক এগিয়ে যান। গিয়ে অভিষেকের মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন গিল, সচরাচর মাঠে যা একদমই দেখা যায়না। সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও ಌপড়ুন-‘আমার ভাইয়ের জন্য গর্বিত’,বিদায়লগ্নে🦩 সুনীলকে বার্তা বিরাট কোহলির
অভিষেক শর্মা এবং শুভমন গিল, দুজনেই ছোটব𓆉েলার বন্ধু। পঞ্জাবের থেকেই উঠে এসেছেন তাঁরা। বয়সও প্রায় সমান দুজনের। বন্ধুর পরিবার খেলা দেখতে এসেছে দেখেই শুভমন তাঁদের কাছে এগিয়ে যান। গিয়ে অভিষেকের মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর অভিষেকের মাও পাল্টা গালে হাত দিয়ে স্নেহের আদর দেন শুভমন গিলকে। অভিষেকের বোনের সঙ্গেও হাত মেলান গিল। মনে মনে তিনি হয়ত ভাবছিলেন, ভালোই হয়েছে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে, কারণ হেড এবং তাঁর বন্ধু যে ফর্মে ছিলেন তাহলে প্লে অফ নিশ্চিত করার ম্যাচে বাউন্ডারি বৃষ্টিও দেখাতে পারতেন অভিষেক শর্মা। সেদিক থেকেই ভালো হয়েছে।
আরও পড়ুন-☂'সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হ🐓বে',বললেন জেজে
শুভমন গিলের এই🍷 আচরণ মন জিতে নিয়ে ক্রিকেটপ্রেমীদের। সাফল্য পেয়েও মাটিতেই যে পা রয়েছে তাঁর, সেটা বোঝা গেল গিলের এই কাজে। এদিকে রবিবারই আইপিএলের প্লে অফের শেষ ম্যাচ রয়েছে হায়দরাবাদের। সেই ম্যাচও হবে নিজামের শহরেই। তাই অভিষেকের ব্যাটিং সামনে থেকে দেখা꧟র জন্য সোমবার পর্যন্ত সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। রবিবারের ম্যাচ দেখে ফের পঞ্জাবে ফিরবেন তাঁর মা এবং বোন।