মুম্বই কেন রঞ্জি ট্রফির সব থেকে সফল দল, বোঝা যাচ্ছে স্পষ্ট। যেভাবে আসন্ন রঞ্জি ট্রফ্রির প্রস্তুতির দিকে নজর রয়েছে তাদের, তেমনটা অন্য কোনও দলের মধ্যে দেখাꦗ যাচ্ছে না এখনও পর্যন্ত। এবছর প্রাক মরশুম প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে বুচি বাবুতে মাঠে নামছে মুম্বই। প্রথম ম্যাচে সরাসরি জয় আসেনি মুম্বইয়ের। নক-আউটে জায়গা করে নিতে দ্বিতীয় ম্যাচে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তারা।
সরফরাজ খানের নেতৃত্বে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তেমন কোনও মহাতারকাকে দেখা যায়নি মুম্বই দলে। যদিও সরফরাজের ভাই মুশির খান মাঠে 🦩নামেন হরিয়ানার বিরুদ্ধে সেই ম্যাচে। স্পিনার অল-রাউন্ডার শামস মুলা🉐নি হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি।
তবে চোট স𒐪েরে ওঠায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন মুলানি। আগেই স্থির ছিল যে, বুচি বাবুর দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। সব মিলিয়ে মুম্বই তাদের যে দলটিকে বুচি বাবুর দ্বিতীয় ম্যাচে মাঠে নামাতে চলেছে, কোনও রঞ্জি ম্যাচে তারা এমন শক্তিশালী দল হাতে পাবে কিনা সন্দেহ।
তামিলনাড়ুর বিরুদ্ধে বুচি ♎বাবুর দ্বিতীয় ম্যাচের জন্য মুম্বই যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে রয়েছেন তনুষ কোটিয়ান, অখিল হারওয়াদকর, সূর্যাংশ শেজ, অথর্ব আঙ্কোলেকর, মোহিত আবস্তি, রয়স্টোন ডায়াসরা। সূর্যকুমার ও শ্রেয়স দলে থাকলেও প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুম্বইকে নেতৃত্ব দেবেন সরফরাজ খান।
বুচি বাবুর দ্বিতীয় ম্যাচের আগে সূর্যকুমার যাদব ইতিমধ্যেই মুম্বই দলের সঙ্গে যোগ দিয়েছেন। রবিবার বুচি বাবুতে মাঠে নামার জন্য সূর্যকুমারের প্রস্তুতির ছবি ছড়িয়ে পড়ে সোশ্য♑াল মিডিয়ায়।
বুচি বাবু ট্রফির দ্বিতীয় ম্যাচের জন্য মুম্বই স্কোয়াড
সরফরাজ খান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, অখিল হারওয়াদকর, দিব্যাংশ সাক্সেনা, মুশির খান, বেদান্ত মুরকর, সিদ্ধান্ত অদ্ধাত্রাও, সূর্যাংশ শেজ, শামস মুলানি, তনুষ কোটিয়ান, হিমাংশু সিং, অথর্ব আঙ্কোলেকর, রয়স্টোন ডায়াস, মোহিত আবস্তি, সিলভেস্টর ডিসুজা ওꦇ জুনাইদ খান।
আরও পড়ুন:- চাপের মুখে ঠান্ডা মাথায় রানꩵ-আউট, T10 ম্যাচ𒁃ে ধোনির কথা মনে করালেন গ্রিচান- ভিডিয়ো
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের গ্রুপ বিভাগ
এ গ্রুপ- মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, হায়দরাবাদ।বি গ্রুপ- রেলওয়েজ, গুজরাট, টিএনসিএ প্রেসিডেন্ট একাদশ।সি গ্রুপ- মুম্বই, হরিয়ানা, তামিলনাড়ু একাদশ।ডি গ্রুপ- জম্মু-কাশ্মীর, ছত্তিশগড়, বরোদা।