টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর প্রথম ৩টি গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। তিনটি ম্যাচই খেলা হয় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ভারত তাদের চতুর্থ ত𒅌থা শেষ লিগ ম্যাচে মাঠে নামবে কানাডার বিরুদ্ধে। ১৫ জুন সেই ম্যাচটি খেলা হবে ফ্লোরিডায়।
ভারতীয় দল লিগের শেষ ম্যাচ খেলতে ইতিমধ্যেই ফ্লোরিডায় পৌঁছে গিয়েছে। যদিও নির্বিঘ্নে ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছে সংশয়। কেননা গত কয়েক দিন ধরেই ফ্লোরিডায় বৃষ্টি চলছে। ভারত-কানাড ম্যাচের দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। যদিও ম্যাচ শেষমেশ ভেস্তে গেলেও বিশেষ ক্ষতি𝓡 হবে না ভারতের। কেননা টি💦ম ইন্ডিয়া ইতিমধ্যেই সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে।
বাছাই অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স দল নির্ধারিত হবে বলে সুপার এইটে গ্রুপ বদলের কোনও সম্ভাবনাও নেই টিম ইন্ডিয়ার। সুতরাং, কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি কার্যত 🍎টিম ইন্ডিয়ার কাছে সুপার এইটের প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবে꧒চিত হচ্ছে। তাই ফ্লোরিডার আবহাওয়া নিয়ে বিশেষ মাথা ব্যাথা নেই ভারতীয় সমর্থকদের।
তবে পাকিস্তান দল ও পাক সমর্থকদের দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে। কেননা ফ্লোরিডাতেই খেলা হবে আয়ারল্যান্ড বনাম আমেরিকা এবং পাকিস্তান বনাম আয়া🧸রল্যান্ড ম্য়াচ। প্রথমত, বাবর আজমদের সুপার এইটে যেতে হলে 𒊎আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততেই হবে এবং সেই সঙ্গে আমেরিকাকে হারতে হবে আইরিশদের কাছে। এর অন্যথা হলেই বিশ্বকাপ থেকে ছুটি পাকিস্তানের।
যদি আয়ারল্যান্ড বনাম আমেরিকা বা পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, এই ২টি ম্যাচের একটিও বৃষ্টিতে ভেস্তে যায়, তবে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উ🍸ঠবে আমেরিকা। তাই ফ্লোরিডার আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় বাবররা।
যদিও ফ্লোরিডার আকাশ আশার আলো দেখাতে পারছে না পাকিস্তানকে। কেননা আয়ারল্যন্ড বনাম পাকিস্তান ম্যাচের আগেও বৃষ্টি হয়েছে ফ্লোরিডায়। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ফ্লোরিডার আবহাওয়ার আপডেটে। উল🌌্লেখযোগ্য বিষয় হল, সেই দলে নাম লেখালেন সূর্যকুমার যাদব। তিনি ফ্লোরিডায় পৌঁছেই আবহাওয়ার গতিবিধির হদিশ দিলেন অনুরাগীদের। বলাবাহুল্য এই আপডেট পাকিস্তান ক্রিকেট দলকে অস্বস্তিতে ফেলতে পারে।