বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তে ভারতীয় শিবিরে তাই চলছে কঠোর অনুশীলন। বিশেষ জোর দেওয়া হচ্ছে ফিল্ডিংয়ে। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম♕্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। যার প্রথমটি অনুষ্ঠিত হবে পার্থে। ইতিমধ্যেই ভারতীয় দল সেখানে পৌঁছে গেছে। চলছে ম্যাচ পরিস্থিতিতে প্রস্তুতি, সঙ্গে কঠোর অনুশীলনের মাধ্যমে শেষ মুহূর্তে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে চাইছেন ক্রিকেটাররা। কোনও ফাঁকফোঁকর রাখতে নারাজ কোচ গৌতম গম্ভীর। বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সেই প্রস্তুতির একটি ঝলক প্রকাশ করা হয়। নিজেদের ওয়েবসাইটে BCCI একটি ভিডিয়ো প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে ফিল্ডিং কোচ টি দিলীপ দলের ক্রিকেটারদের নিয়ে একটি কঠোর ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত।
ভিডিয়োতে দেখা যাচ্ছে টি দিলীপ অনুশীলনে নেতৃত্ব দিচ্ছেন। এ𝓡ই কঠোর প্রস্তুতির মূল লক্ষ্য ছিল ম্যাচে যাতে ফিল্ডিংয়ে কোনও রকমের ভুল-ত্রুটি না হয়ে থাকে। অস্ট্রেলিয়ার আবহাওয়া এই মুহূর্তে ঠান্ডা। এরকম পরিস্থিতিতে ভারত থেকে সেখানে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের কাছে। তা💞র উপর দলে রয়েছে একাধিক নতুন ক্রিকেটার।
অনুশীলন সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের ফিল্ডিং কোচ বলেন, ‘আমাদের আজকের প্রস্তুতির মূল লক্ষ্যই ছিল টিম ড্রিল করা, কিন্তু সেটা ম্যাচ পরিস্থিতির মাধ্যমেই। আজকের এই ফিল্ডিং ড্রিল♑ ছিল মূলত বাউন্ডারি লাইনের ফিল্ডারদের জন্য। কিভাবে বল ধরে দ্রুত ক্লোজ ইন ফিল্ডারের দিকে সঠিকভাবে নিক্ষেপ করা যায় সেটারই অনুশীলন করা হচ্ছিল।’
তিনি আরও বিস্তারিত ভাবে বলতে গিয়ে বলেন, ‘আমরা আজকে ক্রিকেটারদ꧟ের সঠিক জায়গায় দাঁড়ানোর বিষয়টির উপর জোর দিচ্ছিলাম। যাতে বল ধরার পর সময় নষ্ট না হয়। এই প্রশিক্ষণ বাউন্ডারি লাইনের ফিল্ডারদের সাহায্য করবে। অপর ফিল্ডার তার বলের অ꧟পেক্ষায় রয়েছে এই বিষয়ে সচেতন থাকবে তারা।’
এছাড়াও বল ছোড়া এবং স্লিপ ফিল্ডারদের ক্যাচ ধরার উপরও বিশেষ নজর দেওয়া হয়। পুরো অনুশীলন শেষ হওয়ার পর খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে সন্তুষ্ট হন টি দিলীপ। তিনি বলেন, ‘এই সেশনের পরে আমি খুবই খুশি। দলের খেলোয়াড়র✃া খুবই ভালো প্রদর্শন করেছে। আজ আমি বুঝতে পারছি দলগতভাবে আমরা কতটা উন্নতি করেছি। এই কারণে ওয়ার্মআপের পরে আমি একটা প্রতিযোগিতা ক🍒রিয়েছিলাম, একটু মজাও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজকে স্লিপে ক্যাচ ধরা হোক বা পিছন দিকে দৌড়ে ক্যাচ ধরা - 🗹সব বিভাগেই ছেলেরা খুব ভালো পারফরম্যান্স করেছে। কিছু খেলোয়াড় অতিরিক্ত অনুশীলন করছিল, আমি তাদের বাধা দিই।’