নাথান লিয়নের সঙ্গে বিরাট কোহলির ক্রিকেটার মাঠের দ্বৈরথ দীর্ঘদিনের। দুই ক্রিকেটারই দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বর্ডার গাভাসকর ট্রফিতে নজর কেড়ে আসছেন। পার্থে ২২ নভেম্বর থেকে শু🎉রু হতে চলা টেস্টে আবারও মুখোমুখি হবে বিরাট, লিয়ন। সাম্প্রতিক সময় বারবার দেখা গেছে স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করতে কোহলিকে, সেই সুযোগই কাজে লাগাতে চাইবেন নাথান লিয়ন।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত🌠্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
নাথা꧋ন লিয়নের সঙ্গে বিরাটের দ্বৈরথের কথা মনে করলে ২০১৪ সালের অ্যাডিলেড টেস্টের কথা মনে পড়ে যায় সকলের। যেখানে ভারতের বিরাট কোহলি দুই ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার তারকা নাথান লিয়ন ফাঁস করলেন সেই ম্যাচে নাকি বারবার অন্য খেলার একজন তারকার নাম বিরবির করছিল কোহলি।
লিয়ন বলছিলেন, নিজেকে উদ্বুদ্ধ করতে কীভাবে বারবার সুইস টেনিস তারকা রজার ফেডেরারের নাম নিচ্ছিলেন কোহলি। লিয়নের কথায়, ‘আমার যদি বিরাটের সঙ্গে দ্বৈরথের কথা মনে পড়ে যায়, তাহলে সেটা ২০১৪ সালের অ্যাডিল♑েড ওভালে যেখানে ও দুই ইনিংসেই শতরান করেছিল। ও ভা💎লোই ব্যাটিং করছিল। আমি বোলিং করছিলাম। যতবার দেখছি ও ননস্ট্রাইকার্স এন্ডে আসছে, ততবার এসেই ও বলছে ফেডেরার ফেডেরার ’।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বꩵাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিল♈ামে সব থেকে দামি হতে পারে যারা?
বিরাটের এমন কাজ দেখে স্বাভাবিকভౠাবেই প্রথমে অবাকই হন লিয়ন। এরপর তিনি📖 জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা বন্ধু, আমি জানি না আমি ভুল কিনা, কিন্তু তুমি হয়ত
ভুল খেলা খেলছ যদি তুমি নিজেকে ফেডেরার মনে কর। এরপর বিরাট বলেছিলেন, ‘নাহ নাহ, আমি খুব সুন্দর একটা ফেডেরারের মতোই ফোরহ্যান্ড পেয়েছি ’, লিয়ন এরপর বলছেন, ' 'আমি ভাবলাম, সত🐼্যি তুমি ভালো প্লেয়ার। কিন্তু পারলে সেটা বিরতিতে কর ’।
আরও পড়ুন-অস্൩ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যা𒊎টিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
নাথান লিয়নের বিরুদ্ধে ৫২৯ রান রয়েছে বিরাট কোহলির। তবে তিনি সাত বার আউটও হয়েছেন টেস্টে ৫৩৬টি উইকেট নেওয়া লিয়নের বলে। কোহলি বর্ডার গাভাসকর সিরিজে নামছেন ব্যাপক চাপের মুখে, যেখানে গত ৬০টি ইনিংসে তিনি করেছেন ১১টি অর্ধশতরান এবং🌺 মাত্র ২টি শতরান। শেষ ৬ টেস্টে তো বিরাটের গড় মাত্র ২২.৭২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিন ম্যাচে কোহলি করেন মাত্র ৯৩ রান, যার মধ্যে 🌸৭০ রান এসেছিল বেঙ্গালুরুতে প্রথম টেস্টে।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার 🍌আর কারা দামি?
লিয়ন নিজের সাক্ষাৎকার শেষ করছেন এটা বলে, ‘আমার মধ্যে বিরাট কোহলির জন্য প্রচুর প্রচুর সম্মান রয়েছে। আমি অবশ্যই চাই ওক🐷ে আউট করতে সেটা লুকিয়ে রাখতে চাই না, সেটা অবশ্য অনেকটা কঠিন কাজও হতে চলেছে। ওর সঙ্গে এতদিন ধরে লড়াই আমার কাছে অত্যন্ত উপভোগ করার মতোই ছিল ’। ২০১৪ সালে যে দল ভারতকে হারিয়েছিল, সেই দলের চার সদস্যের মধ্যে অন্যতম লিয়ন।