এই মুহূর্তে শুধু ভারতের নয়, গোটা বিশ্বে শ্রোতাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া গায়কদর তালিকায় প্রথম ⛦সারিতে আসেন অরিজিৎ সিং। তাঁর ভালোবাসার মানুষের সংখ্যা আকাশছোঁয়া। সঙ্গে সংগীতের জগতে সাফল্য তো অপরিসীম। মাঝেমাঝেই ꦛগায়কের ফ্যানপেজ থেকে এমন কিছু ভিডিয়ো শেয়ার করা হয়, যা নিমেষে কেড়ে নেয় তাঁর ভক্তদের মন।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল, মাথায় হ♏লুদ পাগড়ি। গায়ে কালো জ্যাকেট, সঙ্গে ডেনিম। চলেয়া গাইছেন তিনি। আর গাওয়ার মাঝেই দেখা গেল, ফলো করলেন নায়কের সিগনেচার স্টেপ। ‘ডান্সার অরিজিৎ সিং’ ক্যাপশনে শেয়ার করে নেওয়া হল ভিডিয়োটি। যাতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়া।
আরও পড়ুন: রহমানের পর ডিভোর্সের ঘোষণা তাঁরই টিমের বাঙালি কন্যে বেসিস্ট মো🍌হিনী দে-র! ‘এবার কি…?’, শুরু গুঞ্জন
শাহরুখ খানের জাওয়ান সিনেমাতে ব্যবহার করা হয়েছে চলেয়া গানটি। আটলি পরিচালক সিনেমাটিতে মুখ্য চরিত্রে কাজ করেছেন শাহরুখ খা🧸ন ও নয়নতারা। এছাড়𝓰াও ছিলেন বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনরা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এই গানটি ছিল ২০২৩ সালের সবচেয়ে বড় হিট।
আরও পড়ুন: ‘যে আমাদের ✨চালাত, সেই চলে গেল…’! কান্নায় ফুলে চোখমুখ, স্বামী হারিয়ে বললেন মুনম𒉰ুন
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুব সাধারণ পরিবারে তাঁর বেড়ে ওঠা। প্রথম জনসম্মুক্ষে এসেছিলেন ফেম গুরুকুল রিয়েলিটি শো থেকে। তবে, সেখানে ফাইনালেও পৌঁছতে পারেননি। কিন্তু যাদের গুণ থাকে, তাঁদের হয়তো লাগে না🐷 কোনও বিজয়ীর তকমা। এরপর রণবীর কপুর ও সোনম কপুর অভিনীত সাওয়ারিয়া ছব🍬ির টাইটেল ট্র্যাকে অরিজিৎ-কে প্রথম সুযোগ দেয় বলিউডে। দুর্ভাগ্যবসত সেই গান মুক্তি পায়নি। তবে তাতে কী আর থামিয় রাখা গিয়েছে! মার্ডার ২-এর 'মহাব্বতে' গান বদলে দেয় তাঁর ভাগ্য। আজ বলিউড শুধু নয়, বাংলাতেও কোনো বড় বাজেটের সিনেমা মানেই, তাতে থাকবে তাঁর গান। ডান্স নম্বর হোক বা ব্রেকআপ সং বা ভালোবাসার গান, অরিজিতের গলায় সবই এক অন্য মাত্রা পায়।
নিজের গায়িকি নিয়ে এক সাক্ষাৎকারে অরিজিৎকে বলতে শোনা গিয়েছিল, নিজের গলাকে ভেঙেগড়ে নিয়েছেন তিনি। এক পডকাস্ট গায়ক বলেছিলেন, 'বিষয়টা কখনই ভয়েসের উপর নির্ভরশীর নয়, পুরোটাই গায়েকির উপর দাঁড়িয়ে। আমি নিজে গলাকে ভেঙে ভেঙে (ভয়েস) টেক্সচার তৈরি করেছি। যেম꧒নভাবে ভাস্কর্য তৈরি হয়… ভাবুন তো আমার গলা কি কখনও শাহরুখের কন্ঠে মানায়'।