১০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করা বিরল কৃতিত্ব সন্দেহ নেই। তার উপর সেই শতরান যদি মাত্র ২৭ বলে আসে, বুঝে নিতে অসুবিধা হয় না কতটা নির্মমভাবে বোলারদের উপর অত্যাচার 💦চালান ব্যাটসম্যান। ইসিএস জার্মানিতে ব্যাট হাতে এমনই তাণ্ডব চালান চান্টি পশুপুলেটি। আইসিএ বার্লিনের হয়ে এফসি ভিক্টোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমে অবিশ্বাস্য সেঞ্চুরি করেন তিনি।
৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চান্টি। ব্যক্তিগত ইনিংসের ৫২ রানের মধ্যে তিনি ৫০ রান সংগ্রহ করেন চার-ছক্কার সাহায্যে। চান্টি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান মাত্র ২৭ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৯টি ছক্কার। অর্থাৎ, হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে প💝ৌঁছতে পশুপুলেটি খরচ করেন মাত্র ১৩টি বল। তিনি শতরানে পৌঁছতে ৯৮ রান সংগ্রহ করেন চার-ছꦗক্কা মেরে।
শেষমেশ ১২টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ১১৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে আউট হন পশুপুলেটি। অর্থাৎ, বাউন্ডারি ও ওভার-ব💞াউন্ডারির সাহায্যেই তিনি ১১৪ রান সংগ্রহ করেন। মাত্র ৫ রান সংগ্রহ করেন সিঙ্গল-ডাবল নিয়ে। ইনিংসের ২টি ওভারে চার-ছক্কা মিলিয়ে ৫ বার করে বল বাউন্ডারির বাইরে পাঠান চান্টি।
আরও পড়ুন:- US T10 Masters: ব্যাটে-বলে ধুন্ধুমার লড়াই ইউসু📖ফ পাঠানের, তবু শেষ হাসি হাসলেন ভাজ্জিরা
পশুপুলেটির ব্যাটিং তাণ্ডবের সুবাদে প্রথমে ব্যাট করে আইসিএ বার্লিন নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, ওভার প্রতি তারা ১৭.৬ রান সংগ্রহ করে। পশুপুলেটির সেঞ্চুরি ছাড়া তরুণ ধ্রেক ২🅺৭, রোহিত গ্রোবর ৬ ও সাগর জরিওয়ালা ৭ রান করেন। অতিরিক্ত হিসেবে ১৭ রান সংগ্রহ করে বার্লিন। ১টি করে উইকেট নেন ভিক্টোরিয়ার এহসান লতিফ ও কুমার লক্ষ্মণদাস।
জবাবে ব্যাট করতে নেমে ꧟ভিক্টোরিয়া ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৮৩ রানে আটকে যায়। ৯৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বার্লিন। জাহিদ মাহমুদ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে দলের হয়ে সব থেকে বেশি ২৬ রান করেন। জামির হায়দার ১০, তালাল খান ১০, অ্যান্ডি মির্জা ৯, ওয়ালিদ আসলাম ৮ ও কুমার লক্ষ্মণদাস ৭ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।
বার্লিনের হয়ে মাত্র ১২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন বিনীল কম্ম♈ু। ১টি করে উইকেট নেন রোহিত গ্রোবর, রাম বলাগাম ও তরুণ।