শুভব্রত মুখার্জি: বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার ঘটানোর লক্ষ্যে কাজ শুরু করেছে নিয়ামক সংস্থা আইসিসি। আর সেই লক্ষ্যেই তারা এবার টি-২০ বিশ্বকাপের আয়োজন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে। যেখানে ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে বসেছিল টি-২০ বিশ্বকাপের আসর। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্টেডিয়াম করা থেকে, পিচ বসানো- সব কিছু কাজ করা হয়েছে। খরচায় কোনও রকম খামতি রাখেনি আইসিসি। তবে এখানেই বেঁধেছে বিপত্তি। আইসিসি আমেরিকার গ্রুপ♐ লিগের ম্যাচ আয়োজনের জন্য যে বাজেট রেখেছিল, সেই বাজেট ছাপিয়ে গিয়েছে সব কিছুকে। ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে আইসিসি🐈র বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর পরেই এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে আইসিসি।
আরও পড়ুন: ভারতকে দ্বিপাক্ষ🔴িক T20I সিরিজের কোনও প্রস্তাবই দেওয়🏅া হয়নি- ভোল বদলে দাবি PCB-র
আইসিসি মিডিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘আইসিসি-র বোর্ড এটা নিশ্চিত করছে যে, একটি রিভিউ করা হবে আইসিসির ২০২৪ মেন্স টি-২০ বিশ্বকাপের ডেলিভারি নিয়ে। এই পর্যালোচনার বিষয়🌞টি তিন জন ডিরেক্টর পর্যায়ের লোক দেখাশোনা করবেন। সেখানে থাকবেন🍎 রজার টুস, লসন নাইডু এবং ইমরান খোয়াজা, যাঁরা বোর্ডকে এই বিষয়টি নিয়ে এই বছরের শেষের মধ্যে রিপোর্ট দেবে।’
আরও পড়ুন: সচ🌌িনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভেঙে দিতে পারেন রুট- বড় দাবি ইংরেজ প্রাক্তনীর
আইসিসি আমেরিকাতে টি-২০ বিশ্বকাপের আয়োজন করে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের ক্ষতির পরিমাণ ২০ মিলিয়ন ডলার ছাপিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। আইসিসি আমেরিকা পর্যায়ের টি-২০ বিশ্বকাপের আয়োজনের বিষয়ে বা♛জেট ধরেছিল ১৫০ মিলিয়ন আমেরিকান ডলার। শেষ পর্যন্ত অডিট করে দেখা গিয়েছে, বাস্তবে এর থেকে অনেক অ⛦নেক বেশি খরচ হয়ে গিয়েছে। ফলে আইসিসির একাধিক সদস্যের তরফে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়। পর্যালোচনার কথা বলা হয়। তার পরেই এই বিষয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেয় আইসিসি।