সোমবার সকালে খেলা চলাকালীন দু’বার হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। সূত্রের খবর, গুরুতর অসুস্থ হয়ে হাসপা✃তালে ভর্তি তামিম ইকবালের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম আল💃ো-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিম ইকবাল দুটি হৃদরোগꦬে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে সোমবার সকালে সাভারের বিকেএসপিতে যান⛦ তামিম। মহমেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যক💛ার ম্যাচের টসে অংশ নিলেও ফিল্ডিংয়ে নামার আগে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।
আরও পড়ুন … Dhaka Premier League-র ম্যাচের মধ্যেই বুকে ব্যথা তামিম ইকবালের, হা🐓সপাতালে ভর্তি তারকা, লিটনের বার্তা
তামিমকে ঢাকায় আনার জন্য বিকেএসপিতে একটি হেলিকপ্টার আনা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ত🔯াঁকে হেলিকপ্টারে করে স্থানান্তর করা সম্ভব হয়নি। পরে ফজিলাতুন্নেছা হাসপাতালেই তাঁর হৃদযন্ত্রে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, ‘আমরা তাঁর জ্ঞান ফিরে আসার অপেক্ষায় আছি। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ জানা গিয়েছে, সফলভাবে রিং পরানোর পর তাঁকে সিসিইউতে স্থাღনান্তর করা হয়েছে। সকালে তুলনায় তিনি এখন ভাল🦋ো আছেন।
আরও পড়ুন … IPL 2025 CSK vs MI: ধো💞নিকে ছক্কা মারতে দিলেন না কেন? ম্যাচ জয়ী ইনিংস খেলেও ‘ভিলেন’ রাচিন রবীন্দ্র!
এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধꦐুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও শুনেছি তাঁকে রিং পরানো হয়েছে, তবে এখনও হাসপাতালে পৌঁছাতে পারিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।’