✃ Tamim Iqbal Heart Attack: বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চারদিন পর সুস্থ হয়ে বাসায় ফিরে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দিচ্ছিলেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধ ম্যাচের সময় টসের পরই তিনি বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পরে অচেতন হয়ে পড়লে জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারি করানো হয়।
আরও পড়ুন … 𝐆IPL 2025 DC vs SRH: বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে অভিষেক শর্মা! আজই কি ইতিহাস গড়বেন যুবরাজ সিংয়ের ছাত্র
𓄧শুক্রবার, ঘটনার চারদিন পর, হাসপাতাল থেকে ছাড়া পান তামিম ইকবাল। এরপর তিনি ফেসবুকে একটি আবেগঘন বার্তা পোস্ট করেছেন। তামিম ইকবাল লেখেন, ‘সকলের আশীর্বাদে এখন আমি ফিরেছি। এই চার দিনে আমি আমার চারপাশকে নতুনভাবে চিনেছি, যেন নতুন জীবন পেয়েছি। এই উপলব্ধির মধ্যে ভালোবাসা আর কৃতজ্ঞতাই বেশি। আমার পুরো কেরিয়ারজুড়ে আপনাদের ভালোবাসা পেয়েছি। কিন্তু এবার তা আরও গভীরভাবে অনুভব করলাম। আমি সত্যিই অভিভূত।’
আরও পড়ুন … ꦍIPL 2025 DC Vs SRH: কার জায়গায় দলে রাহুল? সম্ভাব্য একাদশ থেকে দেখে নিন পিচ-আবহাওয়ার রিপোর্ট
💙তিনি চিকিৎসক, হাসপাতাল কর্মী, সাপোর্ট স্টাফ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে মহমেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী দালিম-কে ধন্যবাদ জানান তামিম ইকবাল। আসলে ইয়াকুব চৌধুরী দ্রুত সিপিআর (CPR) দিয়ে তামিমের জীবন বাঁচাতে সাহায্য করেছিলেন।
ꦉতামিম ইকাবল নিজের পোস্টে লেখে, ‘কীভাবে দালিম ভাইকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। পরে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, যদি তিনি সঠিক সময়ে CPR না দিতেন, তাহলে আমাকে বাঁচানো যেত না।’ তামিম স্বীকার করেন যে সম্পূর্ণ সুস্থ হতে তার আরও সময় লাগবে এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন … ♛IPL 2025 Fake Video: তাঁর ধারাভাষ্যকে এডিট করা হচ্ছে! ভুয়া ভিডিয়োর বিরুদ্ধে আকাশ চোপড়ার বড় পদক্ষেপ
ꩲবাংলাদেশের হয়ে ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৫,১৯২ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। ২৫টি সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আমরাও তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করি!