শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বল হাতে ভারতের বিরুদ্ধে বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন তানজিম হাসান শাকিব। তাঁর বোলিংয়ের ভূয়সি প্রশংসা করেন অনিল কুম্বলের মতন কিংবদন্তিও। তানজিমের বেশ কিছু পুরনো ফেসবুক পোস্ট হঠাৎ করেই আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যেখানে কর্মজীবী মহিলাদের তুচ্ছ তাচ্ছিল্য করেই পোস্ট করেছিলেন তরুণ এই পেসার। এমন কান্ডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন শাকিব। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের তরফেও।২০২০ সালে বাংলাদেশের যুব দল ভারতকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তানজিম শাকিব। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করেছেন তরুণ এই পেসার। আর সেই কারণেই এবাদত হোসেন চোটের কবলে পড়ে এশিয়া কাপের দল থেকে ছিটকে যাওয়ার পরেই ডাক পান তিনি। বাংলাদেশের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের অভিষেকও হয়েছিল তানজিম শাকিবের। সেই ম্যাচে বেশ ভালো পারফরম্যান্সও করেছিলেন তিনি। অভিষেক ম্যাচে রোহিত শর্মা ও তিলক বর্মার উইকেটও নিয়েছিলেন ২০ বছর বয়সি এই পেসার। নিজের প্রথম স্পেলে ভারতকে রীতিমতো ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন তিনি। ধীরে ধীরে যখন তিনি জনপ্রিয় হচ্ছেন সেই সময়েই বিতর্ক পিছু নিয়েছে তাঁর। ২০২২ সালের সেপ্টেম্বরে কর্মজীবী মহিলাদের তাচ্ছিল্য করে পোস্ট করেছিলেন তানজিম শাকিব। দু-তিন দিন ধরে টানা বিতর্ক চলে এই বিষয় নিয়ে। তারপরেই তাঁর সঙ্গে সরাসরি কথা বলে বিসিবি। যেখানে ক্রিকেট অপারেশন্সকে তানজিম সরাসরি জানিয়েছেন তিনি নারী বিদ্ধেষী নন। বিসিবিকে তরুণ এই পেসার জানান কাউকে উদ্দেশ্য করে এমন পোস্ট করেননি তিনি। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য সে দুঃখিত।