কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার সম্প্রতি চাঞ্চল্যকর এক বিবৃতি দিয়েছেন। তিনি দাবি কর🌞েছেন, ক্রিকেটে সেক্স খুবই সাধারণ একটি বিষয়। তিনি এই বিষয়টিকে আলাদা কোনও মাপকাঠিতে বাঁধতে চাননি।
সম্প্রতি ইউটিউবার রণবীর আলাবাদিয়ার একটি শো-তে উপস্থিত হয়েছিলেন অভিষেক নায়ার। সেই শো-তে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের গল্পই প্রাধান্য পেয়েছে। নানা প্রশ্নের মাঝে শো-র একেবারে শেষ পর্যায়ে এসে রণবীর একটি চাঞ্চল্যকর প্রশ্ন করে❀ বস🔴েন অভিষেককে। তিনি ক্রিকেটারদের যৌন চাহিদা নিয়ে প্রশ্ন করেন। এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্নে প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন কেকেআর-এর সহকারী কোচ। তবে সেটা কাটিয়ে বুদ্ধি করে এর উত্তর দিয়ে পরিস্থিতি সামাল দেন অভিষেক নায়ার। তিনি ক্রিকেট এবং যৌনতাকে খুব স্বাভাবিক বিষয় হিসেবেই দাবি করেছেন।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যে নামতে পারে ঝেঁপে বৃষ্টি, ভেস্তে গেলে কপাল🐼 পুড়বে বাবরদের
রণবীর জা🔯নতে চেয়েছিলেন, ‘শেষ প্রশ্ন, ক্রিকেটে যৌনতার বিষয়ে। এটা কি খেলোয়ওাড়দের জীবনে একটা ফ্যাক্টর?’ হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলেও, নিজেকে সামলে নিয়ে অভিষেক নায়ার বলেন, ‘আপনি ইতিবাচক নাকি নেতিবাচক দিক থেকে প্রশ্নটা করেছেন? যদিও প্রশ্নটা খুব খোলামেলা। তবে এটা (যৌনতা) খুব স্বাভাবিক ঘটনা। কোনও মানুষ এটা ছাড়া বাঁচতে পারে? এটা (যৌনতা) ভালো নাকি খারাপ- এটাই কি আপনার প্রশ্ন? নাকি আপনি জানতে চান, কতটুকু (যৌনতা) দরকার?’
আরও পড়ুন: নিউইয়র্কের পিচের কারণে তারকা বোলারকে একাদশের ব🎉াইরে রাখতে বাধ্য হতে পারেন রোহিতরা
কলকাতার সহক♎ারী কোচ আরও যোগ করেন, ‘এটা খুব সাধারণ বিষয়। যে কেউ এটা করতেই পারে। তবে (ক্রিকেটারদের) একেকজনের কাছে একেক রকম মনে হতে পারে। প্রত্যেকের পরিস্থিতি আল♔াদা। এ নিয়ে প্রত্যেক ক্রিকেটারের মনে দ্বন্দ্ব ও সংগ্রাম চলে। কেউ এটা উপভোগ করে, কেউ বিরত থাকে। অনেক ক্রিকেটার বিশ্বাস করেন, লক্ষ্য এবং ফোকাস ঠিক রাখতে যৌনতা থেকে দূরে থাকা দরকার। কেউ কেউ আবার চালিয়ে যায়। দিনের শেষে এটার জন্য (মাঠে) কোনও কিছুর পরিবর্তন হয় না।’
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে জোর কদমে চলছে নিউইয়র্কের পিচ মেরামতির ⛦কাজ, বদলাবে উইকেটের চরিত্র?
অভিষেক নায়ার আরও বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে বাধাধরা কোনও নিয়ম নেই। জীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন বিষয় থাকে। কেউ এটার জন্য মরিয়া নয়। তবে কখনও কখনও চাপ এত বেড়ে যায় যে, অনেকে উপভো꧂গ করতে চান।’