আয়ারল্যান্ডকে দ্বিতীয় একদিনের ম্যাচে হারিয়ে সিরিজ জিতে নিল দঃ আফ্রিকা। কয়েকদিন আগেই আরব সফরে এসে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে সিরিজ হারতে হয়েছিল প্রোটিয়াদের। সেই༺ হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের সৌজন্যে। আরবে একান্তই তরুণ দল নিয়ে এসেছেন টেম্বা বাভুমা।
আরও পড়ুন-হার্দিকের বোলিংয়ে অসন্তুষ্ট বোলিং কোচ! অনুশীলনে বারবার ভুল শুধরে দিলেন 🍸মর্কেল! রিপোর্ট…
দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে গিয়ে অভিজ্ঞ আফগানদের বিপক্ষে সিরিজ হেরে বসেছিল প্রোটিয়ারা। অবশ্য আইরিশরা তেমন লড়াই দিতে 🤡পারল না। প্রথম একদিনের ম♕্যাচে বড় ব্যবধানে জেতার পর দ্বিতীয় ওডিআই ম্যাচও টেম্বা বাভমার দল জিতে নিল ১৭৪ রানে। সেই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজে তাঁরা ২-০ লিড নিয়ে পকেটে পুড়ল।
আরও পড🍨়ুন-খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকꦦে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক…
ট্রাসটান স্টাবসের অনবদ্য শতরানে আইরিশদের হারাল দঃ আফ্রিকার। টপ অর্ডার এদিন বেশ ছন্দেই ছিল। মোটামুটি সকলেই কম বেশি রান পান। ওপেনার রায়ান রিকেলটন করেন ৪০, রিটায়ার্ড হার্ট হওয়ার আগে টেম্বা বাভুমা করেন ৩৫। রাসি ভ্যান ডার রুসেন ৩৫, কাইল ভেরেয়িন করেন ৬৭। এরপরই ♛বিধ্বংসী ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। মাত্র ৮১ বলে ১১২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে ওডিআইতে নিজের প্রথম শতরান তুলে নেন এই ফরম্যাটে ষষ্ঠ ম্যাচে খেলতে নামা꧙ স্টাবস। মুলডারও ৩৪ বলে ৪৩ রান করেন।
ভারতীয় জিমনাস্ট সংস্থার পক্ষপাতিত🅺্ব! ওয়✅ার্ল্ড চ্যালেঞ্জ কাপে নামা হবে না প্রণতীর…আটকে টাকাও!
জবাবে ব্যাট ক💜রতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখায় আই💛রিশদের। অধিনায়ক স্টার্লিং, বলবির্নিরা কেউই তেমন রান পাননি। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন টেলেন্ডার ক্রেগ ইয়ং। শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে ১৬৯ রানেই থেমে যায় আইরিশদের সমস্ত লড়াই। ১৭৪ রানে দ্বিতীয় ওডিআইতে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দঃ আফ্রিকা শিবির।
দঃ আফ্রিকার হয়ে এই ম্যাচে তিনটি উইকেট নেন লিজাড উইলিয়ামস। দুটি করে উইকেট নেন এনডিজি এবং ফোর্তুইন। সিরিজের পরের ম্যাচ আগামী সোমবার। আইরিশদের বিপক্ষে দ্𝓰বিতীয় ম্যাচে শতরান করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবস।