এমার্জিং টিমস এশিয়া কাপে ভারত-পাক লড়💖াইয়ের রেশ কাটতে না কাটতে ফের ক্রিকেটের ময়দানে সম্মুখসমরে নামছে ভারত ও পাকিস্তান। এবার লড়াই ছেলেদের যুব এশিয়া কাপের মঞ্চে। পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ লড়াই দিয়ে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।
টুর্নামেন্টের এ-গ্রুপে জায়গা পয়েছে ভারতীয় দল। গ্রুপ লিগে পাকিস্তান ছ🅰াড়াও ভারতকে লড়তে হবে আমিরশাহি ও জাপানের বিরুদ্ধে। সুতরাং, গ্রুপ লিগে ভারতের লড়াই নিতান্ত সহজ হতে চলেছে সন্দেহ নেই। আপাতত টুর্নামেন্টের গ্রুপ থেকে সূচি, চোখ রাখা যাক যাবতীয় তথ্যে।
কবে শুরু হবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
আগামী ২৯ নভেম্বর শুরু হবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্ট চলবে ১১ দিন ౠধরে। ৮ ডিসেম্বর খেলা হবে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।
কোথায় বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর
এবছর ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। টুর্নামেন্টের ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে দুবাই ও শারজায়। এক দিনে ২টি করে গ্রুপ ম্যাচ খেলা হবে। ২টি সেমিফাইনাল ⛎ম্যাচও খেলা হবে একই দিনে।
কোন ফর্ম্যাটে খেলা হবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
এবছর ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ান ডে ফ🔯র্ম্যাটে। অর্থাৎ, ম্যাচগুলি খেলা হবে ৫০ ওভার প্রতি ইনিংসের।
ক'টি দল অংশ নিচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে
মোট ৮টি দল অংশ নিচ্ছে এবারের যুব এশিয়া কাপে। ৪টি করে দল নিয়ে মোট ২টি গ্রুপ তৈরি করা হচ্ছে। গ্রুপে প্রতিটি দল নিজেদের মধ্যে ১টি করে ম্যাচ খেলবে। উভয় গ্রুপ থেকে ২টি ক🧜রে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ বিভাগ
এ-গ্রুপ: ভারত, পাকিস্তান, আমিরশাহি ও জাপান।
বি-গ্রুপ: 🐭বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি
২৯ নভেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (দুবাই)।
২৯ নভেম্বর- শ্রীলঙ্কা বনাম নেপাল (শারজা)।
৩০ নভেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)।
৩০ নভেম্বর- আমিরশাহি বনাম জাপান (শারজা)
১ ডিসেম্বর- বাংলাদেশ বনাম নেপাল (দুবাই)।
১ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (শারজা)।
২ ডিসেম্বর- পাকিস্তান বনাম আমিরশাহি (দুবাই)।
২ ডিসেম্বর- ভারত বনাম জাপান (শারজা)।
৩ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীবঙ্কা (দুবাই)।
৩ ডিসেম্বর- আফগানিস্তান বনাম নেপাল (শারজা)
৪ ডিসেম্বর- পাকিস্তান বনাম জাপান (দুবাই)।
৪ ডিসেম্বর- ভারত বনাম আমিরশাহি (শারজা)।
৬ ডিসেম্বর- প্রথম সেমিফাইনাল (দুবাই)।
৬ ডিসেম্বর- দ্বিতীয় সেমিফাইনাল (শারজা)।
৮ ডিসেম্বর- ফাইনাল (দুবাই)।