IPL ২০২৫ শুরু হতে বেশ কিছুটা সময় বাকি আছে। তার আগে দলগুলি নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। সেই একই পথের পথিক দিল্লি ক্যাপিটালসও। IPL-এর এই ফ্র্যাঞ্চাইজিটি বিগত কয়েক বছরে সেই ভাবে সাফল্য পাননি। সেই কারণে আগেই দলের হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তারা। সম্প্ౠরতি তাদের ক্রিকেট ডাইরেক্টর সৌরভ গাঙ্গুলির সঙ্গেও IPL-এ আর সম্পর্ক রাখতে চায় না বলে জানানো হয়। এবার বাংলার মহারাজের জায়গায় আস্থা রাখা হল বেণুগোপাল রাওয়ের উপর। DC-র তরফে সরকারিভাবে তাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে হেমাঙ্গ বাদানিকে। এর আগে ২০২৩-এ সানরাইজার্স হায়দরাবাদ𓆏ের সঙ্গে ফিল্ডিং কোচ এবং স্কাউট হিসেবে যুক্ত ছিলেন বাদানি।
৪৭ বছর বয়সী বাদানি, ৪টি টেস্ট এবং ৪০টি ওয়ানডেতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও ঘরোয়া এবং বিশ্ব ক্রিকেটের বিভিন্ন লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি জাফনা কিংসকে লঙ্কান প্রিমিয়ার লিগে টানা দুটি শিরোপা জিতিয়ে ছিলেন এবং SA 20-এর প্✱রথম মরশুমের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ ছিলেন হেমাঙ্গ। অতি সম্প্রতি তিনি দুবাই ক্যাপিটালসের প্রধান কোচ ছিলেন, যারা এই বছরের ILT 20 টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল। বাদানি বলেন, ‘দিল্লি ক্যাপিটালস-এ যোগদান করা আমার পরম সম্মানের ব💮িষয় এবং কোচ হিসেবে আমাকে বিশ্বাস করার জন্য আমি আমাদের দলের মালিকদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। যেহেতু ইতিমধ্যেই মেগা অকশন এগিয়ে এসেছে, আমায় দ্রুত দলের বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি কাজ শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না’।
অন্যদিএক বেণুগোপাল রাও, ভারতের হয়ে ১৬টি ওডিআই খেলেছেন। ২০০৯ সালে IPL চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স স্কোয়াডের অংশ ছিলেন তিনি। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৩টি IPL মরশুমেও খেলেছিলেন রাও। তিনিও দুবাই ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন, উদ্বোধনী মরশুমে মেন্টর হিসেবে কাজ করেছেন। পরে ক্রিকেট ডাইরেক্টর হিসেবে যুক্ত ছিলেন। বেণুগোপাল বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনেꦺর। দলের মালিকরা আমাকে এই ভূমিকার প্রস্তাব দিয়ে আমার উপর যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। IPL-এর নতুন মরশুমে আমি এই নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই’।