সাধারণভাবে ক্রিকেট♑ এমন একটি খেলা যা দারুণ সিরিয়াস ও প্রত্যেকটা পরদে রোমাঞ্চ থাকে। ত্রিকেটকে আরও জনপ্রিয় করতে টেস্ট থেকে সীমিত 🍸ওভারের ম্যাচ করা হয়ে থাকে। ৫০ ওভারের পরে ক্রিকেট এখন ২০ ওভার ও দশ ওভারে নেমে এসেছে। তবে এই সিরিয়াস ক্রিকেটেও মাঝে মাঝে বেশ মজার কিছু মুহূর্ত দেখা যায়। এমনই এক মজার দৃশ্য বর্তমানে বাইশ গজে দেখা গিয়েছে যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আসলে বর্তমানে বাইশ গজের যেই ভিডিয়ো ভাইরাল হচ্ছে তা দেখে ক্রিকেট ভক্তরা বেশ মজা পাচ্ছেন। আমরা নিশ্চিত আপনিও এই ভিডিয়ো দেখে নিজের হাসি থামিয়ে রাখতে পারবেন না। এই ঘটনাটি হল একটি ম্যাচের রান আউটের মুহূর্ত। ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন।
আরও পড়ুন… কোহলির সমালোচনা করে বিতর্কের মুখে রায়ডু! CSK-র প্রাক্তনীর পাশে দাঁড়ালেন ✨কেভিন পিটারসেন
ক্রিক😼েটে আমরা প্রতিনিয়ত কিছু মজার ঘটনা ঘটতে দেখে থাকি। এমনই এক মজার ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে। যাইহোক এই ম্য়াচটি বাচ্চাদের খেলা একটি ক্রিকেট ম্যাচের। এই ঘটনা ঘটেছে. ব্যাটারকে রান আউট করতে প্রতিপক্ষের খেলোয়াড়রা যে কাজটি করেছে তা ঘিরে। এই ঘটনাটি বেশ হাস্যকর। তিন-চারবার চেষ্টা করেও রান আউট করতে ব্যর্থ হয় ফিল্ডিং টিম। শেষ পর্যন্ত ব্যাটার ক্রিজে পৌঁছে যান এবং একাধিকবার চেষ্টা করেও রান আউট করতে পারেনি প্রতিপক্ষ।
আরও পড়ুন… T20 WC 2024: ভেঙেꦯ গেল টিভি স্ক্রিন, ঝড়ে লন্ডভন্ড স্টেডিয়াম! বাতিল BAN vs USA-র প্রস্তুতি ম্যাচ
কী আছে সেই ভিডিওতে..
ভিডিয়োতে দেখা যাচ্ছে বোলারের বল শট করল ব্যাটার। বল চলে যায় সোজা ফিল্ডারের কাছে। সে এটিকে ধরে বোলিং প্রান্তের দিকে ছুড়ে দেন। ঠিক তখনই শট খেলা ব্যাটার রানের জন্য দৌড়ে বোলারের কাছে পৌঁ🍃ছে যান। তবে তখনও নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা ব্যাটা𓆏র ক্রিজ ছাড়েননি। সে নিজের জায়গা থেকে নড়ে না। ফিল্ডাররা তখন বলটি কিপারকে লক্ষ্য করে ছুড়ে দেয়। তবে বলটি উইকেট স্পর্শ না করেই পিছনে চলে যায়।
আরও পড়ুন… Happy🦂 International Burger Day: এই বাচ্চাটাকে চিনতে পারছেন? সে এখন বিশ্বের সেরা ক্রিকেটার
এ সময় কিপারসহ প্রায় ছয়জন ফিল্ডার সেখানে ছিল। এতে একটি শিশু বলটি ক্যাচ করে উইকেটে ছিটকে দিতে বলটিকে থ্রো করে, তবে তখনও সে উইকেটে মারতে মিস করে। ইনকোফিল্ডার আবার উইকেট ধরতে চেয়েছিলেন কিন্তু চেষ্টা ব্যর্থ হয়। নন-স্ট্রাইকিং এন্ডে বল সোজা উইকেটের পাশ দিয়ে চলে যায় বাউন্ডারির দিকে চলে যায়। এমনকি তখন পর্যন্ত উভয় ব্যাটারই নন-স্ট্রাইকিং এন্ডে ছিলেন♒।
আরও পড়ুন… কমলা টুপি জিতে কোহলি ব𒉰ললেন পরের বছর ছন্দটা ধরে✨ রাখব, বেগুনি টুপির মালিক IPL 2025-এর দিকে তাকিয়ে
যখনই বলটি নন-স্ট্রাইকিং এন্ডের পেরিয়ে যায়, যে ব্যাটার শট মারে সে কিপারের প্রান্তে চলে যায়। এতে রানআউট থেকে রক্ষা পায় সে। তবে একটি রানও পূর্ণ♚ করতে পারেনি তারা। এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। এ নিয়ে নিজেদের স্টাইলে মন্তব্য করছেন নেটিজেনরা। কখন কোথায় এই ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানা যায়নি।