KL Rahul misses the catch: ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যা💃চের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। কিউয়ি দলের বিরুদ্ধে ভারতকে কামব্যাক করতে হলে টিম ইন্ডিয়াকে দ্রুত উইকেট নিতে হবে। ভারতীয় ফাস্ট বোলাররা এর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও তারা ফিল্ডারদের সেভাবে সমর্থন পাননি। খারাপ ফিল্ডিংয়ের জন্য মাঠের মধ্যেই মেজাজ হারিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় ক্রিকেট দল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তার সর্বনিম্ন টেস্ট স্কোরে ৪৬ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান (২০) করেন ঋষভ পন্ত। খাতাও খুলতে পারেননি ভারতের পাঁচ ব্যাটসম্যান। বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও শূন্য রানে আউট হন। ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যা🍌ন্সের পরে, বোলাররাও আশ্চর্যজনক কিছু দেখাতে পারেনি এবং ফিল্ডিংয়েও ভারতীয় খেলোয়াড়দের অলস দেখাচ্ছিল।
আরও পড়ুন… IND vs NZ: খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত, ভারতের꧃ গোদের ওপর বিষফোঁড়া
নিউজিল্যান্ডের ইনিংসের ১৩তম ওভারে স্লিপে দাঁড়িয়ে থাকা কেএল রাহুল ও বিরাট কোহলির মধ্যে ফিল্ডিংয়ের সময়ে বোঝা পড়ার অভাব দেখা গিয়েছিল। বলটি দীর্ঘক্ষণ হাওয়াতে থাকলেও ক্যাচটি নিতে পারেনি কোহলি ও রাহুলের কেউই। ফলে বলটি বাউন্ডারি পেরিয়ে যায়। যা দেখে বিশেষজ্ঞরাও বেশ অবাক হয়ে যা🐓ন।
আরও পড়ুন… IND vs NZ: প্র𒐪থমে ব্যাটিং, দায়িত্বজ্ঞানহীন শট, তিনে কোহলি, কোন পꦫাঁচ ভুলে মুখ পুড়ল ভারতের
মহম্মদ সিরাজের ওভারে বল টম লাথামের ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে চলে যায়। কিন্তু স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি ও কেএল রাহুলের মাঝ দিয়ে বলটি বাউন্ডারিতে চলে যায়। তবে রাহুল চেষ্টা করলে বলটি ক্যাচ নিতে পারতেন, কারণ কোহলি বল থেকে অনেকটা দূরে চলে গিয়েছেন। তবে🉐 কেএল রাহুল ক্যাচটি ধরার চেষ্টাও করেননি। যা দেখে রেগে যান রোহিত শর্মা। মাঠেই মেজাজ হারিয়ে রাহুলের উপর চিৎকার করতে থাকে তিনি। যা টিভি ক্যামেরাতে দেখা যায়।
আরও পড়ুন… IND vs NZ: ভারত ৪৬ রানে অলআউট হতেই ধেꦦয়ে এল মাইকেল ভনের কটাক্ষ! পিছিয়ে নেই ক্রিকেট অস্ট্রেলিয়া
ಌভারতীয় খেলোয়াড় কেএল রাহুল ক্যাচটি ধরারই চেষ্টা করেননি। এটি দেখে রেগে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি টম লাথাম। তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান কুলদীপ যাদব। টম লাথাম ৪৯ বলে ১৫ রান করে আউট হন। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি-বিধ্বস্ত প্রথম টেস্টে তার প্রথম ইনিংসে ৩🎐১.২ ওভারে ৪৬ রানে অলআউট হয়েছিল। যা ঘরের মাঠে খেলা ২৯৩ টেস্টের মধ্যে তার সর্বনিম্ন স্কোর। খাতাও খুলতে পারেননি ভারতের পাঁচ ব্যাটসম্যান। এই প্রথম ঘরের টেস্ট ইনিংসে ৫০ রানও করতে পারেনি ভারতীয় দল।