আইপিএল ২০২৪-এ শনিবার নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই 𓆉ম্যাচটি অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এটিকে ভার্চুয়াল নকআউট ম্যাচ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। বিজয়ী দল প্লে-অফে পৌঁছে যাবে, আর পরাজিত দলের যাত্রা এখানেই শেষ হবে। দারুণ এই ম্যাচের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস দল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে এই লড়াই দেখার জন্য ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন… UEFA EURO 2024: ২৭ জনের দল ঘোষণা করল জার্ম🧔ানি, টনি ক্রুস থাকলেও টিমে 🌳নেই ম্যাটস হুমেলস
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি
অনেক বিশেষ🎶জ্ঞ ও ভক্ত মনে করছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে শেষবারের মতো মাঠে দেখা যাবে। বলা হচ্ছে এটাই ধোনির শেষ মরশুম হতে পারে। তবে যখন এই ম্যাচটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে তখনই ধোনি এমন একটা কাজ করলেন যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। আসলে এই হাইভোল্টেজ ম্যাচের তার আগে বৃহস্পতিবার, ধোনি পৌঁছে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে। আরসিবি-র🍰 সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন তিনি।
আরও পড়ুন… বৃষ্টির জন্য 𓃲একটি দলের পরপর দুই ম্যাচ বাতꦆিল! IPL-এ এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা
‘থালা’ কে উষ্ণ অভ্যর্থনা জানাল RCB
বেঙ্গালুরু শিবিরকে অবাক করে দিয়েছে ধোনির এই আচরণ। এ সময় তাঁকে সাপোর্ট স্টাফদের কাꦡছ থেকে কাগজের গ্লাসে চা নিতেও দেখা যায়। সেখানে উপস্থিত প্রত্যেকেই ধোনিকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে তাঁরা প্♔রত্যেকে চেন্নাই সুপার কিংসের ‘থালা’ কে উষ্ণ অভ্যর্থনা জানান।
আরও পড়ুন… Match Fixing-এর বড় অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিল শꦆ্রী💫লঙ্কার আদালত
RCB vs CSK ম্যাচে নাকি বৃষ্টি হতে পারে-
বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সুন্দর মুহূর্তটির ছবি শেয়ার করেছে। এর সঙ্গে ক্যাপশনে তারা লিখেছে- ‘মাহি, বেঙ্গালুরুতে স্বাগত।’ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বেঙ্গালুরুতে খারাপ আবহাওয়া এবং ম🅺েঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর 𝔍জানিয়েছে, রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। ম্যাচটি বাতিল হলে উভয় দলকে একটি করে পয়েন্ট দেওয়া হবে এবং সেক্ষেত্রে CSK যোগ্যতা অর্জন করবে।
আরও পড়ুন… T20 WC 2024-এর আগে NZ শিবিরে খুশির খবর! সুস্থ দল পাওয়♏ার কথা শোনালেন কিউয়ি কোচ গ্যারি স্টেড
RCB কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারে
তবে প্লে অফের চতুর্থ দল নির্ধারণের জন্য একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়া উচিত বলেই প্রত্যেকে মনে করছেন। প্লে অফে উঠতে হলে বেঙ্গালুরুকে ১৮ বা তার বেশি রানে ম্যাচ জিততে হবে। অথবা তাড়া করার সময়, ১০ বা তার বেশি রান বাকি রেখে ম্যাচটি শেষ করতে হব🦋ে। তার মানে বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেঙ্গালুরুকে ১৮.১ ওভারে বা তার আগে লক্ষ্য অর্জন করতে হবে। এই পরিসংখ্যান এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যখন প্রথমে ব্যাট করা দল ২০০ রান করছে।