শুভব্রত মুখার্জি:- নিজের পছন্দের ক্রিকেটারদেরকে নিয়ে সবসময়েই প্যাশনেট থাকেন ভক্তরা। তাদের এক ঝলক দেখতে মুখিয়ে থাকেন তারা। একবার আদরের মানুষকে দেখতে, তাদের স্পর্শ করতে, একটা ছবি তুলতে, একটা অটোগ্রাফ নিতে তাদের যে পাগলামো দেখা যায় তা নিঃসন্দেহে বিরল। ভারতে অনেক সময়েই দেখা গিয়েছে ভক্তরা মাঠে ঢুকে তাদের ভালোবাসার ক্রিকেটারের পা ছুঁয়ে তাদেরকে প্রনাম করতে। শেষ এই রকম দৃশ্য দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে। তবে এবার সেই ꧙এক ঘটনার সাক্ষী ফের একবার থা🌼কলাম আমরা। চলতি দলীপ ট্রফিতে শুক্রবার ঘটে যাওয়া ঘটনা মনে করিয়ে দিল ধোনিকে! ভারতীয় ‘সি’ দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের এক ভক্ত সোজা মাঠে ঢুকে যান। দৌড়ে গিয়ে তিনি রুতুরাজ গায়কোয়াড়ের পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করেন।
আরও পড়ুন… জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির🌳 বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়
রুতুরাজের প্রতি ভারতীয় সমর্থকদের শ্রদ্ধা যে দিন দিন কতটা বৃদ্ধি পাচ্ছে তা এই ঘটনার মাধ্যমেই বোঝা যায়। অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্টের স্টেডিয়ামে এদিন ম্যাচ চলার সময়ে ঘটেছে ঘটনাটি। যখন এই ঘটনা ঘটছে তখন একটুও ঘাবড়ে যাননি রুতুরাজ। বরং তিনি বেশ অভিজ্ঞদের মতন গোটা ঘটনাকে সামাল দেন। ম্যাচে মুখোমুখি হয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয়-সি দল এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয়-ডি দল। ভারতীয় ক্রিকেটে রুতুরাজের জনপ্রিয়তা কতটা বৃদ্ধি൲ পেয়েছে তা প্রমাণ করে এই ঘটনা। উল্লেখ্য গত মরশুমে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস দলেরও অধিনায়কত্ব করেন।
আরও পড়ুন… RR-কে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই- রয়্যালস পরিবারে ফিরে কী বললেন রাহুল দ্রাবꦅিড়?
ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলেন রুতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্রে বেশ জনপ্রিয় তিনি। পরবর্তীতে তিনি যখন সিএসকের হয়ে খেলা শুরু করেন তখন থেকে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। ২০২৪ সালের আইপিএলে ধোনি সিএসকের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে এই মরশুমে দলকে নেতৃত্ব দেন রুতুরাজ গায়কোয়াড়। যদিও এই মরশুমে সিএসকে দল প্লে অফে যেতে পারেনি। দলীপ ট্রফির এই ম্যাচে অবশ্য বেশ পিছিয়ে পড়েছে ভারতীয় -সি দল। ভারতীয়-ডি দলের হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং✤ দেবদূত পাডিক্কাল অর্ধশতরান করেছেন। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২০২ রান।আইয়ার ৪৪ বলে ৫৪ রান করেছেন। দেবদূত পাডিক্কাল ৭০ বলে করেছেন ৫৬ রান। দিনের শেষে আট উইকেটে ২০৬ রান করেছে ভারতীয়-ডি দল। অক্ষর প্যাটেল ৩৭ বলে ১১ রান করে এবং হর্ষিত রানা অপরাজিত রয়েছেন।