ভারতীয় ক্রিকেটে ১০ নম্বর জার্সির মাহাত্ম্য সকলেই জানেন। সচিনের ১🔴০ নম্বর জার্সির মতো মহেন্দ্র সিং ধোনির ৭ নম্ব🌱র জার্সিও ভারতীয় ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। তবে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের প্রধান চর্চার বিষয় ১৮ নম্বর জার্সি।
ভারতীয় ক্রিকেটে ১৮ নম্বর জার্সির আসল মালিক কে, সেটা আলাদা করে বলে দিতে হয় না। আইপিএলের ১৮তম মরশুমে ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলি ইতিমধ্যেই রং ছড়াতে শুরু করেছেন। তবে মঙ্গলবার মুল্লানপুরে ভারতীয় ꧑ক্রিকেটে নতুন এক তারার উদয় হয়, যাঁর জার্সির পিছনেও জ্বলজ্বল করছিল ১৮ নম্বর।
বিরাট কোহলির রাজ্যদল দিল্লিরই তরুণ তুর্কি প্রিয়াংশ আর্যর ১৮ নম্বর জার্সি বেছে নেওয়ার কারণ যাই হোক না কেন, বিরাটের প্রতি যꩲে আবেগ রয়েছে, সেটা একপ্রকার নিশ্চিত। এই মুহূর্তে দিল্লি ক্রিকেটের সব থেকে বড় আইকন হলেন কোহলি। তাই নতুন প্র꧒জন্ম তাঁকে অনুসরণ করবে, সেটা অবাক করার বিষয় নয় মোটেও।
তবে প্রিয়াংশ আর্য শুধু কোহলির ১৮ নম্বর জার্সিকেই অনুসরণ করেꦜননি, বরং তাঁর উত্তরাধীকার হওয়ার যোগ্য দাবি পেশ করলেন আইপিএলের মঞ্চে আবির্ভাবেই। দিল্লি প্রিমিয়র লিগের পারফর্ম্যান্স দেখে পঞ্ꦏজাব কিংস দলে নেয় প্রিয়াংশকে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আবির্ভাবেই দিল্লির তরুণ তুর্কি পঞ্জাবের হয়ে যে রকম পারফর্ম্যান্স উপহার দেন, তাকে চমকপ্রদ বলা ছাড়া উপায় নেই।
মঙ্গলবার মুল্লানপুরে সিএসকের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রিয়াংশ। তিনি ৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ꦬমাত্র ৩৯ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। শেষে ৪২ বলে ১০৩ রান করে আউট হন প্রিয়াংশ। এমন ধুমধাড়াক্কা ইনিংসে তিনি একাধিক ব্যক্তিগত নজির গড়ে ফেলে।
চেন্নাইয়ের বিরুদ্ধে শতরানে ৫টি রেকর্ড প্রিয়াংশর
১. আইপিএলের ইতিহাসে সব থেকে কম♔ বলে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে চার নম্বরে জায়গা করে নেন প্রিয়াংশ।
২. ဣচেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে দ্রুততম শতরান করার সর্বকালীন রেকর্ড গড়েন ত🌼িনি।
৩. আইপিএলে সব থেকে ক🌠ম বলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থা🤡নে জায়গা করে নেন প্রিয়াংশ।
৪. অনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে 🔜সব থেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন আর্য।
৫. প্রথম ভারতীয় ক্রি🙈কেটার হিসেবে আইপিএলের আবির𒆙্ভাব মরশুমে শতরান করার নজির গড়েন প্রিয়াংশ।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ক্রিকেটের ১৮ নম্বর জার্সিধারী কিংবদন্তিও আইপিএলের আবির্ভাব মরশুমে শতরান 🐻করতে পারেননি। আইপিএলে নিজের ৯ নম্বর মরশুমে প্রথম শতরানের মুখ দেখেন বিরাট কোহলি। ইন্ডিয়ার প্রিমিয়র লিগে প্রথম সেঞ্চুরি করতে প্রিয়াংশ আর্যর লাগে মোটে ৪ ম্যাচ। বিরাট কোহলি সেখানে কেরিয়ারের ১২৮ নম্বর আইপিএল ম্যাচে মাঠে নেমে প্রথমবার শতরানের মুখ দেখেন।
যদিও 🌌একবার তিন অঙ্কের রানে পৌঁছনোর পরে বিরাটকে আর থামানো যায়নি। ২০০৮ থেকে ২০১৫ মরশুম পর্যন্ত আইপিএল কোহলির কোনও শতরান ছিল না। ২০১৬ আইপিএল বিরাট ৪টি সেঞ্চ🅷ুরি করেন। ২০১৯ সালে ১টি, ২০২৩ সালে ২টি এবং ২০২৪ সালে ১টি আইপিএল সেঞ্চুরি করেন কোহলি। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি ৮টি শতরান করেছেন কোহলি। এখন দেখার যে ভারতীয় ক্রিকেটের ১৮ নম্বর জার্সিধারী নতুন তারকা নিজের কেরিয়ারকে কোন দিকে টেনে নিয়ে যান।