ওয়াঙ্খেড়েতে𒅌ই কি চার ভারতীয় তারকা ক্রিকেটারের শেষ ঘরের মাঠে টেস্ট ম্যাচ হতে চলেছে? সম্ভাবনা ক্ষীণ হলেও, থেকেই যাচ্ছে। বিরাট𒀰 কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা এরপর ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলবেন আগামী বছরের দ্বিতীয়ার্ধে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে, যদিও ততদিনে গঙ্গা থেকে অনেক জল বয়ে যাবে। মুম্বইতে তাই জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-T20 বিশ্বকাপ জিতিয়েছিল হার্দিক! কৃতজ্ঞতায় সম্ভবত MIতেই থাকছেন♕ রোহিত! আর কারা থাকছেন?
ওয়াঙ্খেড়েতে টার্নিং ট্র্যাকের পরিকল্পনা-
ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার থেকে। তাঁর আগে স্পিন রোগ কাটিয়ে উঠতে দীর্ঘক্ষণ বাঁহাতি স্পিনারদের নিয়ে অনুশীলন করলেন বিরাট কোহলি। মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামেও টার্নিং ট্র্যাক থাকায় ক🐭োহলিকে যে সমস্যায় পড়তে হবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-তৃতীয় টেস্টে অভিষেক হচ্🌳ছে না নাইট তারকার! মাস্ট উইন ম্যাচ🌠ে বিশ্রাম নেই বুমরাহর…
শুক্রবার থেকে শুরু ভারতের মাস্ট উইন ম্যাচ-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অন্যতম দাবিদার ধরা হলেও এখন যা অবস্থা তাতে ভারত আদৌ ফাইনালে কোয়ালিফাই করবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে। চারটি টেস্টে কমপক্ষে জিততে হবে কোহলিদের, আগামী ছয়টা টেস্টের মধ্যে। একমাত্র তবেই সম্ভব কোহলিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা। এর মধ🍌্যে শুক্রবার থেকে শুরু হওয়া এই টেস্ট ম্যাচ হবে ভারতে, বাকি পাঁচটি টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে।
স্যান্টনারকে মোকাবিলা করতে বিশেষ অনুশীলন বিরাটের-
মুম্বইতে আরও একবার স্লো টার্নার উইকেটের আর্জি জানিয়েছে ভারতীয় দল। সেকথা শোনার পরই নেটে বাঁহাতি স্পিনারদের সঙ্গে টানা অনুশীলন করলেন বিরাট কোহলি। ভারতের মাটিতে তিনিই সব থেকে বেশিবার স্পিনারদের বলে আউট হয়েছেন টেস্টে। আর চলতি সিরিজেও একাধিকব💮ার তিনি শিকার হয়েছেন কিউয়ি স্পিনারদের। তাই স্পিন রপ্ত করতে এবং বিশেষ করে স্যান্টনারকে সামাল দিতে নিজের নয়া অস্ত্রই তৈরি রাখলেন কোহলি।
আরও পড়ুন-২০২৪ I🧸PL-এ ব্যর্থ🐈! রশিদ-গিলদের রাখলেও অনেককই ছাড়ছে GT! একঝলকে সম্ভাব্য রিটেনশন…
ফ্রন্টফুটে শট খেলার চেষ্টায় বিরাট-
ভারতীয় দলের নেট সেশনের সময় প্রথমে দেখা গেল স্পিন বোলিং খেললেন বিরাট। এরপর তিনি স্যান্টনারের মোকাবিলা করার জন্য দুই বাঁহাতি স্পিনার জাদেজা এবং কুলদীপের বোলিংয়েও নেটে অনুশীলন করলেন। শুধু অনুশীলন করাই নয়, রিভার্স সুইপের মতো শটও খেললেন, যা খুব একটা বিরাটসুলভ নয়। এছাড়াও বিরাটকে দেখা গেল ফ্রন্ট ফুটে এসে স্পিনারদের বলে শট খেলত🌜ে। বিগত কয়েকটা টেস্টে দেখা গেছিল কোহলি বারবার ব্যাকফুটে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। অনুশীলনে তাই ফ্রন্টফুটে খেলার দিকেই বাড়তি জোর দিলেন কোহলি।