তিনি রান করুন বা নাই করুন, তাঁর নাম বিরাট কোহলি। পারফরমেন্সে থাকলেন কি থাকলেন না, তার জন্য বিরাটের টিআরপি কোনওদি﷽নই কমে না। ভারতীয় দলের এই তারকা অনেকটা হ্যামলিনের বাঁশিওয়ালার মতো। তিনি মাঠে নামলেই দর্শক আসনে, টিভির পর্দায় পিল পিল করে জমা হয় মানুষ। বয়স তাঁর ৩৫ পেরিয়েছে, সামান্য হলেও আগের তুলনায় কমেছে রিফ্লেক্স। ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন টি২০ থেকে। কতদিন আর খেলা চালিয়ে যাবেন, সেই নিয়ে কারোর কাছেই কোনও নিশ্চয়তা নেই। তবে এই আবহেই সাধারণ মানুষের কাছে কোহলির খেলা দেখার আরও একটা সুযোগ করে দিল দিল্লি ক্রিকেট সংস্থা। দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পার⛄ে দিল্লির এই তারকাকে।
আরও পড়ুন-পাখ🌼ির চোখ T20 🎃বিশ্বকাপ! দুবাই উড়ে গেল ভারতীয় মহিলা দল…হরমনপ্রীতদের সঙ্গে গেলেন মনোবিদও…
আগামী রঞ🐻্জি ট্রফির মরশুমের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ডিডিসিএ, আর সেখানেই রয়েছে বড় চমক। তালিকায় প্রথম নামটাই বিরাট কোহলির। হ্যাঁ এই বিরাট সেই বিরাট, য𓂃িনি দেশের প্রাক্তন অধিনায়ক এবং একদিনের ফরম্যাটের সর্বোচ্চ শতরানের মালিক। ২০১৯ সালের পর এই প্রথমবার দিল্লি দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য তালিকায় নাম রাখা হল কোহলির।
আরও পড়ুন-হ্যারি ব্রুকের শতরানে অ𒅌বশেষে থামল অজিদের বিজয়রথ! ৩৪৮ দিন পর 𝓀ODIতে হার অস্ট্রেলিয়ার…
বিরাটের পরই তালিকায় রয়েছে আরেক ক্রিকেটার ঋষভ পন্তের নাম। এছাড়াও নবদীপ সাইনিদের নাম থাকলেও ডিডিসিএর প্রাথমিক ক্রিকেটার তালিকার শীর্ষে থাকা নামে গিয়েই চোখ আটকে যাচ্ছে সকলের। আসলে ভারতীয় দলের এই তারকা বর্তমানে যাচ্ছেন অফ ফর্মে। ফলে কোহলি নিজেও সম্ভবত চেয়েছেন ঘরোয়াꦿ ক্রিকেটে খেলতে, যাতে খেলার মধ্যেও থাকা যায়, আর আত্মবিশ্বাসও পাওয়া যায়। আর বর্তমানে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের যা মান , তা অনেক আন্তর্জাতিক দলের তুলনায় নেহাত কম নয়। ফলে ম্যাচ প্র্যাকটিসেরও একপ্রকার সুযোগ পাবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন-অবসরের সিদ্ধান্তে ডিগবা🍨জি! ম্যাককালাম কোচ ♕হতেই স্টোক্স বললেন, ‘আবার ODI খেলতে রাজি’…
রঞ্জি ট্রফির সম🌱্ভাব্য তালিকায় বিরাট কোহলির নাম রাখা হলেও চলতি বছরে তাঁর দিল্লি দলের হয়ে খেলতে নামার সম্ভাবনা বাস্তবিক ক্ষেত্রে কমই। তাঁর কারণ সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ সিরিজ শেষের পর অক্টোবরে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। এরপর নভেম্বর ডিসেম্বরে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে, ফলে মাঝের অল্প সময়ের বিরতিতে কোহলি রঞ্জিতে নামব🐬েন না ধরে নেওয়া যায়।