মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র পাঁচ মাস আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করা নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। এর আ꧋গে খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ব্যাপক ভাবে সমালোচিত হয়েছিল। কারণ ভারত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-পর্যায় থেক🌜েই ছিটকে গিয়েছিল। এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে বাজে ভাবে হেরে ছিটকে গিয়েছিল।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট গত ১৪ মাস ধরে এই ফরম্যাটে অন্যান্য বিকল্প নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছে। এবং নতুন কিছু প্রতিভা তাদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও, নির্বাচকেরা দুই অভিজ্ঞ খেলোয়াড়ের উপর ফের আস্থা দেখিয়েছে। যে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচে♓র টি-টোয়েন্টি সিরিজের জন্য কোহলি এবং রোহিতকে দলে রাখা হয়েছে।
আরও পড়ুন: আফগানদের বিরুদ্ꦯধে ভারতের T20I দল থেকে বাদ পড়তেই🥃, রঞ্জি খেলায় মন দিলেন KKR অধিনায়ক
তবে কোহলিকে নিয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে একটি বড় উদ্বেগ রয়েছে। যদিও এই ফরম্যাটে তাঁর রানের পরিসংখ্যান বেশ নজর কাড়া। বিশেষ করে গত কয়েক মরশুমে আইপিএলে তাঁর যা পরিসংখ্যান, তাও বেশ আকর্ষণীয়। তবে মাঝের মধ্যম ওভারে স্পিন বৈচিত্র্যের বিরুদ্ধে কোহলির পারফরম্যান্সের গ্রাফটা কিন্ত🌺ু বেশ উদ্বেগজনক। ২০২০ সাল থেকে কোহলি ৭ থেকে ১৬ ওভারের মধ্যে মাত্র ১১৬.২৭ স্ট্রাইক রেটে রান করতে সক্ষম হয়েছেন। প্রতি ১০.৬ বলে একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। স্পিনারের বিরুদ্ধে সংখ্যাটা আরও খারাপ। প্রতি আড়াই ওভারে একটি বাউন্ডারি সহ স্ট্রাইক রেট ১০৫.৫৩।
আরও পড়ুন: বুঝতেই পারি না, আমায় নিয়ে কী ভাবছে- টিম ম্যানꦿেজমেন্টের T20I পরিকল্পনা নিয়ে বিস্ফোরক শামি
যদিও, Cricbuzz-এর তরফে একটꦰি রিপোর্টে বলা হয়েছে যে, কোহলি টি-টোয়েন্টি ফরম্যা𝓰টে তাঁর ভূমিকা সম্পর্কে স্পষ্টতা পেয়েছেন। কারণ ভারত জুনে বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই কেপটাউনে উড়ে গিয়েছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। তাঁর সঙ্গে একটি বৈঠকের সময়ে এই নিয়ে কোহলির বিস্তারিত কথা হয়।
প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে যে, রোহিতের সঙ্গে আগরকরের অনুরূপ কথোপকথন হয়েছিল কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে টি-টোয়েন্টি 🌱বিশ্বকাপের জন্য ভারতের পরিক♏ল্পনায় রাখা হবে কিনা, তা নিয়ে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিস্তারিত কথা হয়।
ভারতীয় খেলোয়াড়রা ১০ জানুয়ಌারি সকালে মোহালিতে একত্রিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজে রোহ﷽িত এবং বিরাট কী রকম পারফরম্যান্স করেন, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে।