শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। ম্যাট টেলরের নাটকীয় শেষ ওভার জমজমাট রোমাঞ্চ উপহার দেয় ব্রিটিশ ক্রিকেটপ্রেমীদের। শেষমেশ শেষ বলের থ্রিলারে টি-২০ ব্লাস্টে জয় তুলে নেয় সাসেক্স। দুই টেলরের লড়াই ব্যর্থ হয় গ্লস্🌸টারশায়ারের হারে।💜
শুক্রবার হোভে ভাইটালিটি 𒉰ব্লাস্টের ম্যাচে সম্মুখসমরে নামে সাসেক্স ও গ্লস্টারশায়ার। টস ✨হেরে শুরুতে ব্যাট করতে নামে গ্লস্টারশায়ার। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন জ্যাক টেলর।
জ্যাক ৩৫ বলে দলের হয়ে সব থেকে বেশি ৫২ রান করে আউট হন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যামেরন ব্যানক্রফট করেꦫন ২৮ বলে ৩১ রান। তিনি ৪টি চার মারেন। মাইলস হ্যামন্ড ৩৩ রান করলেও খরচ করেন ৩১টি বল। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ১৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন বেন চার্লসওর্থ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
জেমস ব্রেসি ৪, অলিভার প্রাইস ৭ ও ম্যাট টেলর ১ রান করেন। খাতা খুলতে প♔ারেননি মার্চেন্ট ডি'ল্যাঙ্গ ও গ্রেম ভ্যান বিউরেন। সাসেক্সের হয়ে ৪ ওভারে ২৫ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন টাইমাল মিলস। ১০ রানে ২টি উইকেট নেন জ্যাক কার্সন। ন্যাথন ম্যাকঅ্যান্ড্রু ৩ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন।
পালটা ব্যাট করতে নেমে সাসেক্স ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। সুতরাং, জিততে শেষ ওভারে ১০ রান দরকার ছিল তাদের। হাতে ছি🐽ল ৪টি উইকেট। ম্যাট টেলরের শেষ ওভারের প্রথম বলেই ꦺআউট হন ফিন হাডসন। দ্বিতীয় ও তৃতীয় বলে ১ রান করে ওঠে।
৩ বলে জিততে ৮ রান দরকার ছিল সাসেক্সের। চতুর্থ বলে ছক্কা মারেন জ্যাক কার্সন। পঞ্চম বলে ১ রান নিয়ে ম্যাচ টাই করেন তিনি। শেষ বলে ১ রান দরকার ছিল। ম্যাট ট༺েলরের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ম্যাকঅ্যান্ড্রু। তবে নন-স্ট্রাইকার কার্সন ডেলিভারির পরেই দৌড় শুরু করেন। বল কিপারের গ্লাভসে চলে গেলেও বাই-রান নিতে দৌড়ন ম্যাকঅ্যান্ড্রুও। দুই ব্যাটার প্রান্ত বদল করে নেন। রান-আউট করতে পারেননি গ্লস্টারশায়ারের কিপার জেসম ব্রেসি। শেষ বলে বাই-রান নিয়ে ম্যাচ জিতে যায় সাসেক্স।
ফিন হাডসন সাসেক্সের হয়ে ৩৬ বলে ৪৭ রান করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ২৪ বলে ৩৭ রান করেন ড্যানিয়েল। ১৯ বলে ৩৬ রান করেন জন সিম্পসন। ১৯ বলে ২৩ রান করেন ড্যানি ল্যাম্ব। ম্যাট টেলর ৪ ওভারে ৩২ রান খরচ করে ৩টি উইকে🍸ট তুলে নেন। অর্থাৎ, গ্লস্টারশায়ার হারায় ব্যর্থ হয় জ্যাক টেলরের হাফ-সেঞ্চুরি ও ম্যাট টেলরের লড়াকু বোলিং।