পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার অধিনায়ক ওয়াসিম আক্রম ২০২৪ আইপিএলের মাঝেই, পরের মরশুম নিয়ে বড় দাবি করলেন। আক্রম আগেই রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে ꦗসরানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন তিনি মনে করেন যে, পাঁচ বারের আইপিএল-জয়ী অধিনায়ক পরের মরশুম♊ে কোনও ভাবেই আর এমআই-এর অংশ হবেন না।
আর মুম্বই ছাড়লে, রোহিতকে ২০২৫ আইপিএলে গ♛ৌতম গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখতে চান বলে জানিয়েছেন পাক তারকা। আক্রম স্পোর্টসকিডায় একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আ๊মার ব্যক্তিগত ভাবে মনে হয়, ও (রোহিত) পরের মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না। আমি তাকে কেকেআর-এর হয়ে খেলতে দেখতে পছন্দ করব। ও কলকাতার দলের হয়ে ওপেন করবে, গৌতি মেন্টর হিসেবে থাকবে, আইয়ার অধিনায়ক হিসেবে, দারুণ বিষয় হবে। ইডেনের উইকেটে ওদের খুব শক্তিশালী ব্যাটিং লাইনআপ হবে। রোহিত যে কোনও উইকেটে খুব ভালো ব্যাটিং করে, ও সে রকম লেভেলের ভালো প্লেয়ার। তবে কেকেআরে হয়ে খেলতে দেখতে ওকে ভালো লাগবে।’
১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত সেঞ্চুরি করেছিলেন, তার পর থেকে চলতি আইপিএল মরশুমে হঠাৎ করেই ছন্দ হারিয়েছে🔯ন রোহিত। হঠাৎ করে তাঁর ফর্ম পড়ে যাওয়াটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের প𒊎র রোহিতের পরবর্তী স্কোরগুলি যথাক্রমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১১ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪। ধারাবাহিক ভাবে এক অঙ্কের গণ্ডিতেই কিনি আটকে রয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রোহিত শর্মা ফের ব্যর্থ হওয়ার আর নিজেকে ধরে রাখতে পারেননি। সেই ম্য়াচের পর রোহিত শর্মার যে ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা রীতিমতো আশঙ্কাজনক। হাত দিয়ে বারবার চোখ মুছছেন তিনি। কাঁধ ঝুঁকে পড়েছে। হতাশা🐷য় ভেঙে পড়েছেন। চোখে জল চিকচিক করছে। যেন আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দৃশ্য টিম ইন্ডিয়ার জন্য সত্যিই আশঙ্কার।