অসাধারণ বললেও কম বলা হয়। বুধবার মেয়েদের দ্য হান্ড্রেডে ম্যাডি ভিলিয়র্স এমন একটি ক্যাচ ধরেন, যাকে এককথায় অবিশ্বাস্য বলা যায়। মেয়েদের ক্রিকেটে ফিল্ডিংয়ের মান কোন উচ্চতা ছুঁয়েছে, সেটা বোঝা 🍎যায় ব্রিটিশ তারকার এই ফ♔িল্ডিং দেখেই।
বুধবার༺ নটিংহ্যামে মেয়েদের দ্য হান্ড্রেডের ৩১তম ম্যাচে সম্মুখসমরে নামে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিন্সিবলস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ট্রেন্ট রকেটস। ম🧸্যাচের একেবারে শুরুতেই দুর্দান্ত ফিল্ডিংয়ের মনুনা পেশ করেন ম্যাডি।
প্রথম ইনিংসে অষ্টম বলে মারিজান কাপের লাফিয়ে ওঠা ডেলিভারিতে বড় শট নেওয়ার চেষ্টা করেন ট্রেন্ট রকেটসের ওপেনার ব্রিয়নি স্মিথ। তিনি লেগ সাইডে তুলে মারার চেষ্টা করেন। যদিও শটে তেমন গতি না থায়ায় বল মাঠের সমান্তরালে হাওয়ায় ভেসে যায়। শর্ট মিড-উইকেটে ফিল্ডিং করা ম্যাডি নিজের শরীর ছুঁড়ে দেন শূন্যে। তিনি বাঁ-হাতে বল তালুবন্দি করেন। ফলে ব্যক্তিগত ১ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে 🍨হয় স্মিথকে।
ম্যাচে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে দেয় ওভাল। ট্রেন্ট রকেটস নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটের বিনিময়ে ৯১ রান সংগ্রহ করে। ২৬ বলে ꦉ৪৩ রান করেন অ্যাশলেই গার🐼্ডনার। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া দুই অঙ্কের রান করেন কেবল নতাশা। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রানের যোগদান রাখেন।
খাতা খুলতে পারেননি গ্রেস স্ক্রিভেন্স, ন্যাট সিভার ব্রান্ট, ও জোসি গ্রোভস। হিথার গ্রাহাম ৬ রান করে সাজঘরে ফেরেন। ৬ রান করে নট-আউট থাকেন অ্যালানা෴ কিং। ওভালের 𝔉হয়ে ৮ রানে ৩টি উইকেট নেন মারিজান কাপ। রাচেল স্ল্যাটার ও সোফি স্মেল ২টি করে উইকেট সংগ্রহ করেন। ১টি উইকেট নেন ম্যাডি ভিলিয়র্স।
পালটা ব্যাট করতে নেমে ওভাল ৯৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯২ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। ২৪ বলে ২৬ রান করে আউট হন পেজ স্কলফিল্ড। তিনি ২টি চার ও ১টি ছক্কা𓄧 মারেন। ২৪ বলে ২৬ রান করে নট-আউট থাকেন মারিজান কাপ। তিনি ৩টি চার মারেন।
চামারি আতাপাত্তু ১৭ বলে ১৬ রান করেন। তিনি ৩টি চার মারেন। ১৪ বলে ১০ রান করেন অ্যালিস ক্যাপসি। তিনি ১টি চার মারেন। ট্রেন্ট রকেꦯটসের হয়ে ২টি উইকেট নেন অ্যাশলেই গার্ডনার🦩। ম্যাচের সেরা হন মারিজান।