বিশ্বকাপের পরে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতকে ন🎃তুন ক্যাপ্টেন বেছে নিতে হতো। সেই মতোই টিম ইন্ডিয়ার নতুন টি-২০ ক্যাপ্টেন নির্বাচিত হন সূর্যকুমার যাদব। তিনি হার্দিক পান্ডিয়াকে টপকে টিম ইন্ডিয়ার বাগডোর হাতে পেয়ে যান।
অবশ্য সূর্যকে ভারতের নতুন টি-২০ ক্যাপ্টেন বলꦗা ভুল হবে। তিনি এর আগে রোহিতদের অনুপস্থিতিতে ভারতকে ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে টিম ইন্ডিয়া জিতে নেয় ৫টি ম্যাচ। তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। এবার আর স্টপগ্যাপ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব হাতে পাননি সূর্য।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে নিজের ক্যাপ্টেন্সি কেরিয়ারের নতুন অধ্যায় শুরুর আগে 🃏সূর্যকুমার যাদবকে রীতিমতো আত্মবিশ্বাসী শোনায়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের মতো করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। এক্ষেত্রে সামনে উঠে আসে মুম্বইয়ের রাজ্যদলের ক্যাপ্টেন হিসেবে সূর্যর তিক্ত অভিজ্ঞতার প্রসঙ্গ।
২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইকে প্রথমবার নেতৃত্ব দেন সূর্যকুমার। পরে ২০১৪-১৫ রঞ্জি মরশুমেও মুম্বইয়ের ক্যাপ্টেন নির্বাচ♌িত হন তিনি। তবে রঞ্জির ৬টি ম্যাচে ক্যাপ্টেন্সি করার পরেই পদত্যাগ করেন সূর্য। তাঁর নেতৃত্বে মুম্বই মাত্র ১টি ম্যাচে জ☂য় পায়। ১১ পয়েন্ট নিয়ে তারা ৯ দলের গ্রুপে ৬ নম্বরে নেমে যায়।
উল্লেখযোগ্য বিষয় হল, শুধু দলের খারাপ পারফর্ম্যান্সের কারণেই নয়, সূর্যকুমারকে পদত্যাগ করতে হয় সতীর্থদের অভিযোগের ভিত্তিতেও। কেননা, মাঠে ও সাজঘরে সূর্যর বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন সতীর্থরা। শার্দুল ঠাকুরের সঙ্গে একবার প্রকা🌜শ্যে ঝগড়াও করতে দেখা যায় সূর্যকে।
এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আগে 🥂সূর্য সেই প্রসঙ্গ টেনে বলেন🐠, ‘তার পর থেকে অনেক কিছু বদলে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ অন্য মানুষ। বিয়ের পরে জীবনে অনেকটা বদল আসে। তাছাড়া অন্যন্য ক্যাপ্টেনদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি নিজের স্টাইলেই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
সূর্যকুমার পরক্ষণেই বলেন, ‘আমারা যে ব্র্যান্ডের ক্রিকেট খ💧েলতে অভ্যস্ত, তাতে অবশ্য কোনও বদল হবে না। ক্যাপ্টেন্সি আসলে আমার কাছে নতুন এক দায়বদ্ধতা, যে চ্যালেঞ্জটা নিতে আমি মুখিয়ে রয়েছি।’
উল্লেখ্য, ২৭ জুলাই পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২♍০ ম্যাচ দিয়েই ভারত অধিনায়ক হিসেবে নতুন করে যাত্রা শুরু করছেন সূর্যকুমার যাদব।