বর্তমানে বেশ চাপে রয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। নানা কারণে খবরে⛦র শিরোনামে রয়েছেন তিনি। শাহিন আফ্রিদির বিরুদ্ধে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। এর আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরেও অসদাচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে পিসিবির পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি।
আরও পড়ুন… ওকে কখনও খারাপ বল করা যেত না- কোহলি বা স্মඣিথ নয়, ভারতের এই ক্রিকেটারকে ভয়꧅ পেতেন অ্যান্ডারসন
পাকিস্তানি কোচদের সঙ্গে খারাপ আচরণের খবরে শিরোনামে রয়েছেন শাহিন আফ্রিদি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময়, পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদির সঙ্গে ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফের তুমুল তর্ক হয়েছিল। সূত্র জিও নিউজকে জানিয়েছে যে শাহিন এবং ইউসুফের মধ্যে উত্তপ্ত তর্ক হয়েছিল, তবে ফাস্🦄ট বোলার পরে কোচের কাছে ক্ষমা চেয়েছিলেন।
আরও পড়ুন… ওয়ার্কলোড ও চোট ম্যানেজমেন্ট তথ্য মানবেন না- নতুন ইনিংস শুরু আ🔯গেই বুমরাহদের সাবধান করলেন গম্ভীর
কেন ইউসুফকে খারাপ কথা বলেছিলেন শাহিন-
সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময়, পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির সঙ্গে ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফের সঙ্গে উত্তপ্ত তর্ক করেছিলেন। সেই বিষয়ে নানা তথ্য প্রকাশিত হচ্ছে। একটি সূত্র জিও নিউজের সঙ্গে কথা বলার সময় ঘটনাটি স্মরণ করেছে এবং বলেছে যে শাহিনের নো-বলের দিকে ইঙ্গিত করেছিলেন ইউসুফ, সেই সময় দলের প্রশিক্ষণ চলছিল এবং তখন উত্তপ্ত বিনিময় হয়েছিল। বারবার নো-বলের জন্য🅷 ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহিন। তখন ইউসুফকে তিনি বলেন এদিকে যেন নজর না দেন। নিজের কাজে সে যেন মন দেয়। এরপরে নাকি সবটা থেমে গিয়েছিল।
আরও পড়ুন… ‘দেখবি আর জ্বলবি!’ আন👍োয়ার আলির দলবদলের গল্পে নতুন মোড়, মোহনবাগানের পোস্ট ঘিরে জল্পনা
কেন বাংলাদেশ সফরে নাও যেতে পারেন শাহিন-
এদিকে পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি বলেছেন, বাংলাদেশ সফরের বা⛄ইরে থাকতে পারেন শাহিন আফ্রিদি। এর পিছনে কারণও জানিয়েছেন তিনি। প্রথম সন্তানের জন্মের কারণে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। শাহিন এবং আনশা গত বছর বিয়ে করেছিলেন।
আরও পড়ুন… ইন্ডোর স্টꦆেডিয়ামে টেস্ট ম্যাচ! হোবার্টে ক্রꦦিকেট অস্ট্রেলিয়ার অভিনব উদ্যোগ, তৈরি ব্লু প্রিন্ট
পাকিস্তানের রেড বল কোচ জেসন গিলেস্পির কথা কোট করে দিয়ে জিও নিউজ জানিয়েছে, ‘সন্তানের জন্মের কারণে শাহিন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের বাইরে থাকতে পারেন। যদি সে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে থাকতে চায়, আমরা তাকে বিশ্রাম দিতে পারি।’ তাদের বিয়ের অনুষ্ঠানটি গত বছরের ফেব্রুয়ারিতে হয়েছিল, তবে বিবাহের সংবর্ধনা ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল।এদিকে জাতীয় নির্বাচক কমিꦦটি থেকে বরখাস্ত হয়েছেন আবদুর রাজ্জাক ও ওয়াহাব রিয়াজ।