বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজও দখল করে নিয়েছে তারা। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান করে। ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নি💛র্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের হাল ধরেন রোস্টন চেস
এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়ে ছিল খুবই বাজে। ২৬ রানে প্রথম উইকেটের পতন হয়। ক্যাপ্টেন ব্র্যান্ডন কিং যখন প্যাভিলিয়নে ফ🍰িরে যান তখন দলের রান ছিল মাত্র ৫৪। কিং ২২ বলে ৩৬ রান করেন আউট হন। এরপর রোস্টন চেস চতুর্থ উইকেটে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ৩৬ বলে ৫৬ রানের জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। এবং তারপর পঞ্চম উইকেটে রোমারিও শেফার্ডের সঙ্গে মাত্র ২৫ বলে ৬৩ রানের জুটি গড়ে দলের স্কোরকে এগিয়ে নিয়ে গিয়ে ২০০ অতিক্রম করান।
আরও পড়ুন… কেন রোহিত-বুমরাহদে🅺র সঙ্গে T20 WC 2024-এর বিমান 💛ধরলেন না বিরাট কোহলি? সামনে এল বড় কারণ
এদিনের ম্যাচে রোস্টন চেস মাত্র ৩৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। টি-টোয়েন্টিতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেন চেস। এদিনের ইনিংসে তিনি সাতটি চার ও ২টি ছক্কা হাঁকান। এদিনের ম্যাচে🀅 আন্দ্রে ফ্লেচার ১৮ বলে ২৯ রান এবং রোমারিও শেফার্ড ১৩ বলে ২৬ রান করেন।
এনরিখ নরকিয়া ব্যয়বহুল প্রমাণিত
নয় মাস পর পিঠের চোট থেকে ফিরে আসা এনরিখ নরকিয়া এদিনের ম্যাচে ব্যয়বহুল প্রমাণিত হন। ৪ ওভারে ৪৭ রান দিলেও একটি 🥃উইকেট নিতে সফল হননি তিনি। যেখানে লুঙ্গি এনগিদি ৪ ওভারে ৩২ রা☂ন দিয়ে ২ উইকেট নেন এবং এই ম্যাচে অভিষেক হওয়া নাকাবায়োমজি পিটার ৩২ রানে ২ উইকেট নেন।
আরও পড়ুন… IPL 202🃏4 KKR: বেঙ্কটেশ আমার সঙ্গে তামিল ভাষায় কথা বꦿলে, আর আমি হিন্দিতে- শ্রেয়স আইয়ার
ভালো শুরুর পর বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস
২০৮ র🃏ানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করার পরেও ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি'কক ও রিজা হেন্ডরিক্স ইনিংসের শুরুটা ভালোই করেন। মাত্র ৪.৫ ওভারে প্রথম উইকেটে দুজনের মধ্যে ৮১ রানের জুটি গড়ে ওঠে। ১৭ বলে ৪১ রান করে আউট হন কুইন্টন ডি'কক। ডি'কক আউট হওয়ার পর রিজা হেন্ডরিক্সও দলের ৮৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে 🐼যান। ১৮ বলে ৩৪ রান করেন তিনি।
আরও পড়ুন… IPL 2024: ৪৮ হাজার ✱৭ নম্বর জার্সি! ধোনি🅠র ফ্যান ফলোয়িং দেখে অবাক হয়ে গিয়েছিলেন ল্যাঙ্গার
কুইন্টন ও হেন্ডরিক্সের আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট পড়ে যায় মাত্র ৮৪ রানে। এই দুজনের পর একমাত𝓡্র রাসি ভ্যান ডার দাসেন ২২ বলে ৩০ রান করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুড়াকেশ মোতি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তবে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোস্টন🧸 চেস।