বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফেরানোর পর একটি পুনরুজ্জীবিত ভারতীয় দল বৃহস্পতিবার থেকে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ত🌊ৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে। বেন স্টোকসের ইংল্যান্ডও জয়ের পথে ফিরতে মরিয়া।
ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। দলে একটিমাত্র পরিবর্তন করা হয়েছে। স্পিনার শোয়েব বশিরের জায়গ♋ায় প্রথম একাদশে ফেরানো হয়েছে পেসার মার্ক উডকে। অর্থাৎ রাজকোটে দুই বিশেষজ্ঞ পেসার এবং দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামতে চলেছে ইংল্যান্ড।
এদিকে ভারতীয় দলে কিন্তু সমস্যা এখনও রয়ে গিয়েছে। কেএল রাহুলের ডান কোয෴়াড্রিসেপ চোটের কারণে তিনি তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না। এখনও রাহুল ফিট হতে পারেননি। বিরাট কোহলি তো শুরু থেকেই নেই। শেষ তিন টেস্টের জন্য তꦛাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। তবে রবীন্দ্র জাদেজা ভারতকে কিছুটা নিশ্চিন্ত করেছেন। চোট সারিয়ে তিনি দলে ফিরছেন। নিজের ঘরের মাঠে সেরাটা দিতে মরিয়া থাকবেন জাদেজা।
আরও পড়ুন: র্যাঙ্ক ট🦋ার্নার হবে? তৃতীয় টেস্টের আগের দিন পিচের ছবি দিলেন আর্থারটন
বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত সরফরাজ খান
ঘরোয়া রান-মেশিন সরফরাজ খানের তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে বলে অনেকে মনে করছেন। কেএল রাহুলকে পাওয়া যাবে না। কোহলি নেই। যে কারণে শুভমন গিল এবং রজত পতিদারের সঙ্গে মিডল অর্ডারে খেলানো হতে পারে সরফরাজ খানকে। সেক্🥂ষেত্রে ভারতের একেবারে নতুন চেহারার মিডল অর্ডার খেলবে।
আরও পড়ুন: জাদেজা কি রাজকোটে খেলতে পারবেন? নিজ🍸েই খোলসা করলেন ভারতের তারকা অল𝐆রাউন্ডার
ভরতের বদলে হয়তো ধ্রুব জুরেল
উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধ্রুব জুরেলে🦄রও অভিষেক হতে পারে। পরপর দুই টেস্টে নিরাশ করেছেন কেএস ভরত। যে কারণে কিপার-ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া হতে পারে জুরেলের। মাত্র ১৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলা জুরেলের টেস্টে অভিষেক হওয়াটা বেশ আকর্ষণীয় হতে চলেছে। স্টাম্পের পিছনে কেএস ভরত ভালো করলেও, ভরত ব্যাট হাতে 🅰বারবার নিরাশ করেছেন। চার ইনিংসে মাত্র ৯২ রান করেছিলেন ভরত।
অক্ষর নাকি কুলদীপ?
যদিও অক্ষর প্যাটেলের ব্যাটিং ক্ষমতা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে সম্ভাব্য ফ্ল্যাট পিচে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি একাদশে টেনে আনতে প্রলুব্ধ করবে। তবে রিস্টস্পিনার কুলদীপ যাদবের বৈচিত্র্য আক্রমণাত্মক ইংল্যান্ড ব্যাটারদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হায়দরাবাদে প্রথম টেস্টেও খেলার সুযোগ পাননি কুলদীপ। কিন্তু ভাইজ্যাগ টে🌃স্টে তিনি দলে ফিরে আসেন। এবং সিরিজে সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও নেন কুলদীপ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ খান🎃, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/ജঅক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মহম্মদ সিরাজ।