Sanju Samson's Unknown Story: ভারত তথা গোটা ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই আইপিএল এবার ১৮তম আসরে পা রাখবে। আর কিছুদিনের মধ্যেই শুরু এই টুর্নামেন্ট। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবার তার দলকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন। আগামী ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের প্𓆉রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান। তার আগে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিজের সম্পর্ক ও নিজে🔴র কেরিয়ারের শুরুর গল্প শেয়ার করেছেন সঞ্জু স্য়ামসন।
রাহুল স্যার আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন- সঞ্জু স্যামসন
২০১ꦦ৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন সঞ্জু স্যামসন। তবে এর আগে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। কিন্তু সেখানে মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না সঞ্জু। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামসন বলেন, ২০১৩ সালে ট্রায়াল চলার সময় দ্রাবিড় তাঁকে দেখে রাজস্থানে খেলার সুযোগ দিয়েছিলেন।
সঞ্জু স্যামসন বলেন, ‘এটা বেশ মজার কাকতালীয় ঘটনা যে আমার প্রথম আইপিএল মরশুমে রাহুল স্যারই আমাকে প্রথমবার চিহ্নিত করেছিলেন।’ সঞ্জু স্যামসন বলেন, ‘তখন রাহুল দ্রাবিড় রাজস্থাꦗনের অধিনায়ক ছিলেন এবং তরুণ প্রতিভা খুঁজছিলেন। ট্রায়ালে আমাকে দেখার পর তিনি এসে বললেন, ‘তুমি কি আমার দলে খেলবে?’ সেই দিন থেকে আজকের দিন—এটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। এখন আমি রাজস্থানের অধিনায়ক, আর রাহুল স্যার এত বছর পর আমাদের কোচ হয়ে ফিরে এসেছেন। এটা খুবই অনন্য এবং বিশেষ অনুভূতি। তিনি সবসময় রাজস্থান রয়্যালস পরিবারের অংশ ছিলেন এবং আমরা সকলেই তাঁকে আবার ফিরে পেয়ে কৃতজ্ঞ।’
আরও পড়ুন … ‘একটাই তো তারকা, তাঁকে বাদ দিলে কꦜ্রিকেট চলবে কী ক🐎রে?’ বাবরের পাশে পাক প্রাক্তনী
দ্রাবিড় স্যার নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেন- সঞ্জু স্যামসন
সঞ্জু স্যামসন আরও বলেন, দ্রাবিড় সর্বদা তরুণদের সহায়তা করতে প্রস্তুত থাকেন এবং নেতৃত্বের 💖সেরা উদাহরণ সৃষ্টি করেন। সঞ্জু বলেন, ‘আমি সবসময় দূর থেকে তাঁকে লক্ষ্য করেছিলাম এবং কাছ থেকেও তাকে দেখেছি। তিনি সত্যিকারের একজন পেশাদার, যিনি নিশ্চিত করেন যে প্রস্তুতির প্রতিটি দিক সঠিকভাবে সম্পন্ন হয়েছে। গত মাসে না♔গপুর, তালেগাঁওতে তার সঙ্গে ছিলাম এবং দেখেছি তিনি কতটা নিবেদিতপ্রাণ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যেও তিনি ব্যাটসম্যানদের ব্যাটিং, বোলারদের বোলিং দেখছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন, কোচদের সঙ্গে পরিকল্পনা করছিলেন।’
সঞ্জু আরও বলেন, ‘তিনি পুরোপুরি দলের জন্য নিবেদিতপ্রাণ। এটাই আমি শিখতে চাই। কীভাবে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি তার চরিত্রের মূল বৈশিষ্ট্যগুলোর একটি এবং আমি সেটিকে নিজের মধ্যেও যুক্ত 🔥করতে চাই।’
আরও পড়ুন … IPL 2025: ধোনির ফ💛াঁদে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার! আজও ভুলতে পারেননি KKR-র তারকা
চোট নিয়েও ক্রিকেটের প্রতি দ্রাবিড়ের নিবেদন
দ্রাবিড় বর্তমানে ক্রাচে ভর দিয়ে হাঁটছেন এবং তার বাঁ পায়ে প্লাস্টার হয়েছে। সম্প্রতি তার ছোট ছেলে অন্বয়ের সঙ্গে একটি কর্ণাটক ক্লাব ম্যাচ ♔খেলতে গিয়ে তিনি চোট পান। তবুও তিনি রাজস্থানের শিবিরে যোগ দিয়েছেন, যা তার খেলাটির প্রতি ভালোবাসার প্রমাণ দেয়। এই বিষয়ে সঞ্জু বলেন, ‘এটাই তার ক্রিকেটের প্রতি শ্রদ্ধা। আমি মনে করি, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কখনও কমেনি। আমি একবার দেখেছি, সূর্যের নীচে সাইটস্ক্রিনের কাছে দাঁড়িয়ে তিনি একা একা শ্যাডো প্র্যাকটিস করছেন। আজও তিনি একইভাবে ক্💙রিকেটে ডুবে আছেন। তার এই আবেগ ও নিষ্ঠা থেকে অনেক কিছু শেখার আছে।’
অধিনায়ক হিসেবে দ্রাবিড়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি- সঞ্জু স্যামসন
সঞ্জু স্যামসন বলেন, তিনি দ্রাবিড়ের অধিনায়কত্ব খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে নেতৃত্ব সম্পর্কে অনেক কিছু শিখেছেন। তিনি বলেন, ‘আমি দেখেছি, কীভাবে তিনি ཧনেতৃত্ব দিয়েছেন। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। যখন তিনি অধিনায়ক ছিলেন, তখন কখনও ঐচ্ছিক অনুশীলন বাদ দিতেন না। আমি লক্ষ্য করতাম, তিনি কীভাবে তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করেন, টিম মিটিং পরিচালনা করেন এবং নতুন খেলোয়াড়দের স্বাগত জানান। এই ছোট ছোট বিষয়গুলোই আমাকে নেতৃত্ব সম্পর্কে শেখার সুযোগ দিয়েছে। এবং আমি সেই একই দৃষ্টিভঙ্গি অনুসরণ করার চেষ্টা করি।’
আরও পড়ুন … ভা💖রতীয়রা শুধু IPL-এ খেলেন! CT-তে ভারত বেশি সুবিধা পেꦰয়েছে বলে কাঁদলেন না স্টার্ক
রাজস্থানের লক্ষ্য এবার শিরোপা জয়
গত মরশুমে রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার-২ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে ফাইনালে যেতে পারেনি। এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অধিনায়ক সঞ্জু স্যামসন এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সমন্বয়ে রাজস্থান কি পারবে তাদের দ্বিতীয় ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚআইপিএল শিরোপা জিততে? সময়ই এর উত্তর দেবে।