মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চলেছে ভারত। মহিলা হান্ড্রেড বা মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (ডব্লিউসিপিএল) অংশ নেওয়া প্লেয়াররা এই টি২০ বিশ্বকাপের স্কোয়াডে বড় অংཧশে থাকছেন। আর এই প্লেয়াররা এই সপ্তাহেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস এবং কন্ডিশনিং ক্যাম্পের জন্য একত্রিত হবেন। ২০২৪ মেয়েদের টি২০ বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর থেকে। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
ভারতীয় দলের এখন থেকে বিশ্বকাপের শুরুর মধ্যে কোনও আন্তর্জাতিক ক্রিকেট নেই। এদিকে ভারতীয় ‘এ’ দল অস্ট্রেলিয়ায় মাল্টি-ফরম্যাট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ দু'💯টি শিবিরের প্রথমটিতে উপস্থিত থাকবেন না। কারণ তাঁরা আবার ইংল্যান্ডে হান্ড্রেড খেলতে ব্যস্ত রয়েছেন। জেমিমাহ রডরিগেস ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: রশিদ খানকে পরপর পাঁচটি ছক্কা হাঁকালেন পোলার্ড, উইন্ডিজ তারকার দাপটে জিতল দল꧋- ভিডিয়ো
ইএসপিএন ক্রিকইনফো-র তরফে জানানো হয়েছে, স্পট বোলিং এবং রেঞ্জ হিটিং-এর মতো সুনির্দিষ্ট বিষয়ে যাওয়ার আগে, শিবিরের প্রথম সপ্তাহে ফিল্ডিং এবং ফিটনেসের উপর মূলত ফোকাস করা হবে। বিসিসিআই ইতিমধ্যে একজন ক্রীড়া মনোবিজ্ঞানীকে নিয়োগ করা হয়েছে। তিনি শিবিরে💦 উপস্থিত থাকবেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর বিসিসিআই-এ কাছে বারবার অনুরোধ করেছিলেন যে, খেলোয়াড়দের তাঁদের চ্যালেঞ্জগুলিকে আরও শক্তিশালী ভাবে নিতে এবং চাপ ও মানসিক ক্লান্তি মোকাবিলা করতে সাহায্য করার জন্য একজন মনোবিদ প্রয়োজন। হরমনের এই দাবি মেনে নিয়েছে বোর্ড।
আরও পড়ুন: ধোনি কি IPL 2025💧-এ আনক্যাপড প্লেয়ার হিসাবে খেলতে পারবেন? বড় আপডেট দিলেন অশ্বিন
টি২০ বিশ্বকাপের শিཧরোপা কখনও পায়নি ভারতের মেয়েরা। প্রথম বারের মতো তারা শিরোপা জয়ের চেষ্টা করবে। ২০২০ সালে ভারতের মেয়েরা ফাইনালে উঠছিলেন। আর ২০২২ সালে সেমিফাইনালে। দু'বারই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার আর একই༒ পরিণতি চান না হরমনপ্রীতরা। যে কারণে আগে থেকে তাঁরা মানসিক প্রস্তুতিও নিতে শুরু করেছে।
শ্রেয়াঙ্কা পাটিল, যিনি গত মাসে মহিলা এশিয়া কাপের সময় আঙুলে চোট পেয়েছিলেন, বিশ্বাস করা হচ্ছে টুর্নামেন্টের আগে সম্পূর্ণ ভাবে ফিট হয়ে উ꧙ঠবেন। এবং এই শিবিরে অংশ নিতে পারবেন। যস্তিকা ভাটিয়ারআবার বাঁ-হাঁটুতে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট রয়েছে। তা জন্য এনসিএ-তে তাঁর পুনর্বাসন চলবে। যস্তিকা ভাটিয়ার অনুপস্থিতির কারণে টিম ম্যানেজমেন্ট তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে। এশিয়া কাপে অভিষেক হওয়া ডি ⭕হেমালতা বা উমা ছেত্রীকে তিন নম্বরে খেলানোর কথা ভাবা হতে পারে।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, 𝕴Wome♊n's T20 World Cup আদৌ পড়শি দেশে হবে তো? কী বলছে ICC?
নির্বাচকরা মূলত স্পিন-ভিত্তিক স্কোয়াড নিয়ে আগ্রহী। তবে বাংলাদেশের পরিস্থিতির উপর সবটা নির্ভ করছে। যে রকম অগ্নিগর্ভ অবস্থা বাংলাদেশে, তাতে এই দেশ থেকꦍে মেয়েদের টি২০ বিশ্বকাপ সরতে পারে বলে মনে করা হচ্ছে✨। আর সে কারণেই পেস বোলিং গ্রুপেও স্পটলাইট থাকবে টিম ইন্ডিয়ার।
রেণুকা সিং এবং পূজা বস্ত্রকার সাম্প্রতিক সময়ে নিয়মিত হয়ে উঠেছেন। অরুন্ধতী রেড্ডি কেরালার পাশাপাশি ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে চিত্তাকর্ষক পারফরম্যান্স করে দলে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছেন। অন্যান্য পেসারদের মধ্যে র🌼য়েছেন মেঘনা সিং এবং তিতাস সাধু।