শুভব্রত মুখার্জি:- পাকিস্তান ক্রিকেট এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না। গত ২০২৩ ওডিআই বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।এইবারের টি-২০ বিশ্বকাপেও হাল একই। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাবর 🥃আজমরা। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছেও সুপার ওভারে হারতে হয়েছে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধেও হেরেছে তারা। এমন আবহে সিনিয়র পুরুষ ক্রিকেট দল যখন একরাশ হতাশা উপহার দিয়েছে দেশের ক্রিকেটের ভক্তদের। এই সময়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ যেন করে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। এই মুহূর্তে ইংল্যান্ডে বসছে লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানেই শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ১৯০ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছে পাকিস্তান দল। এই ম্যাচটি তারা ৫ উইকেটে জেতে।
পাকিস্তানের এই জয়ে সবচেয়ে বড় অবদান তাদের দুই প্রাক্তন তারকা ইউনিস খান এবং মিসবাহ উল হকের। এদিন বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছিল পাকিস্তান লেজেন্ডস এবং অস্ট্রেলিয়া লেজেন্ডস। সেখান🍌েই অজিদেরকে পাঁচ উꦫইকেটে হারিয়েছে পাকিস্তান দল। রান তাড়া করতে গিয়ে পঞ্চম উইকেটে জুটিতে ৯০ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন ইউনিস এবং মিসবাহ। ম্যাচের শেষ ওভারে রান তাড়া করে জিতে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে পাকিস্তান দলের শুরুটা কিন্তু এই দিন ভালো হয়নি। প্রথমেই পরপর দুই উইকেট পড়ে যায় তাদের। শারজিল খান ১৭ রান করে আউট হন। আর চার রান করে আউট হয়ে যান কামরান আকমল।
এরপর জুটি বেঁধে পাকিস্তানকে লড়াইতে ফেরায় শোয়েব মাকসুদ এবং শোয়েব মালিক। আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। ব্যাট হাতে নিজেদের কারিগরি দেখানো শুরু করেন এই দুই মহাতারকা। ম্যাচে ৪১ বলে ৬৩ রান করে আউট হয়ে যান ইউনিস খান। মিসবাহ ৩০ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে যান। শাহিদ আফ্রিদি মাত্র ৫ বল খেলে ১১ রান করে দলের জয় নিশ্চিত করেন।অজিদের হয়ে দুটি কꦫরে উইকেট নেন ব্রেট লি এবং নাথান কুইল্টার নাইল। অস্ট্রেলিয়া এদিন প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৮৯ রান করে। অ্যারন ফিঞ্চ ৪০ বলে ৬৮ রান করেছেন। বেন ডাঙ্ক করেন ১৮ বলে ২৭ রান। শোয়েব মালিক এবং শাহিদ আফ্রিদি দুজনেই দুটি করে উইকেট পেয়েছেন।