নিজেদের প্রথম ৭ ম্যাচের ৩টিতে জয় তুলে নেয় পাকিস্তান। খাতায়-কলমে সেমিফাইনালের দৌড়ে টিকে রইলেন বাবর আজমরা। যদিও তাঁদের কাছে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াই নিতান্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই এখন পাকিস্তানের সামনে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। অন্যদিকে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ শেষ। চলতি বিশ্বকাপ এখন তাদের কাছে নিছক সম্মান রক্ষার✤ লড়াই।
BAN vs PAK World Cup 2023 Live: ম্যাচের সেরা ফখর জামান
৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৭৪ বওলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ফখর জামান। উপেক্ষিত থেকে যায় শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্স।
BAN vs PAK World Cup 2023 Live: সেমিফাইনালের দৌড়ে টিকে পাকিস্তান
৭ ম্যাচে ৩টি জয়-সহ ৬ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল পাকিস্তান। ৭ ম্যাচে টানা ৬ নম্বর হারের🐻 মুখ দেখ๊ে সরকারিভাবে বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেল বাংলাদেশ।
BAN vs PAK World Cup 2023 Live: ৭ উইকেটে জয় পাকিস্তানের
বাংলাদেশের ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩🌠২.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ২১ বলে ২৬ র♋ান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। তিনি ৪টি চার মারেন। ১৫ বলে ১৭ রান করে নট-আউট থাকেন ইফতিকার আহমেদ। তিনি ২টি চার মারেন। মেহেদি ৯ ওভারে ৬০ রান খরচ করে ৩টি উইকেট নেন। শাকিব ৫.৩ ওভারে ৩০ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
BAN vs PAK World Cup 2023 Live: জিততে ১৪ রান দরকার পাকিস্তানের
৩০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ১৯১ রান। জিততে ২০ ওভারে ১৪ রান দরকার তাদের। রিজওয়ান ২৩ ও ইফতিকার ৬ রানে ব্যাট করছেন। মেহেদি ৮ ওভারে ৫৫ রান খরচ করে ৩টি উইকেট নি🗹য়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: মুস্তাফিজের ওভারে ৩টি বাউন্ডারি
২৯তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে পরপর ২টি চার মারেন মহম্মদ রিজওয়ান। ১টি চ🐷ার মারেন ইফতিকার ꦫআহমেদ। ওভারে ১৪ রান ওঠে। পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ১৮৫ রান। রিজওয়ান ১৮ ও ইফতিকার ৫ রানে ব্যাট করছেন। জিততে পাকিস্তানের দরকার ২০ রান।
BAN vs PAK World Cup 2023 Live: মিরাজের তৃতীয় শিকার ফখর
২৭.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন ফখর জামান। ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন তিনি। পাকিস্ত🌄ান দলগত ১৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। ২৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ১৭১ রান। রিজওয়ান ৯ রানে ব্যাট করছেন। মিরাজ ৭ ওভারে ৪৯ রান খরচ করে ৩টি উইকেট তুলে নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: মিরাজের দ্বিতীয় শিকার বাবর
মিরাজের দ্বিতীয় শিকার 🍃বাবর আজম। ২৫.৪ ওভারে মিরাজের বলে বড় শট খেলার চেষ্টায় মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন পাক দলনায়﷽ক। পাকিস্তান দলগত ১৬০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ রিজওয়ান। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ২৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৬৫ রান। ফখর ৮০ ও রিজওয়ান ৫ রানে ব্যাট করছেন। মিরাজ ৬ ওভারে ৪৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ১৫০ টপকাল পাকিস্তান
২৩.৪ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা মারেন ফখর জামান। ২৪ ওভার শেষে পাকিস্তানের 🅠স্কোর ১ উইকেটে ১৫১ রান। ফখর ৭৩ রানে ব্যাট করছেন। ৬৬ বলের ইনিংসে তিꦉনি ৩টি চার ও ৬টি ছক্কা মারেন।
BAN vs PAK World Cup 2023 Live: মুস্তাফিজের ওভারে জোড়া বাউন্ডারি
২৩তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ১টি করে চার মারেন বাবর আজম ও ফখর জামান। ওভ♓ারে ১০ রান ওঠে। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৪২ রান। ফখর ৬৬ ও বাবর ৬ রানে ব্যাট করছেন। জিততে ৬৩ রান দরকার পাকিস্তানের।
BAN vs PAK World Cup 2023 Live: শফিককে ফেরালেন মিরাজ
২১.১ ওভারে মেহে🎀দি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আবদুল্লা শফি💃ক। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন পাক ওপেনার। পাকিস্তান দলগত ১২৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বাবর আজম। ২২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১৩২ রান। ৬১ রানে ব্যাট করছেন ফখর। ৪ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন মিরাজ।
BAN vs PAK World Cup 2023 Live: ২০ ওভারের খেলা শেষ
১৯.৬ ওভারে তাসকিন আহমেদের বলে ১টি ছক্কা মারেন আবদুল্লা শফিক। ওভারে ১০ রান ওঠে। ২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১২৪ রান। শফিꦦক ৬৬ ও ফখর ৫৬ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: শাকিবকে ছক্কা শফিকের
১৮.১ ওভারে শাকিব আল হাসানের বলে ছক্কা মারেন আবদুল্লা শফিক। ওভারে ৯ রান ওঠে। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১𝕴১৪ রান। শফিক ৫৮ ও ফখর ৫৪ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ফখরের হাফ-সেঞ্চুরি
২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত൲ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফখর জামান। ১৭.৫ ওভারে তাসকিনের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি ট🎶পকান তিনি। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১০৫ রান। ফখর ৫৩ ও শফিক ৫০ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: শফিকের অর্ধশতরান
৯টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আবদুল্লা শফিক। ১৭.৪ ওভারে তাসকিনের বলে ১ রান নিয়ে অর্ধশতরানের গণ্ডি ট⛄পকে যান তিনি।
BAN vs PAK World Cup 2023 Live: হাফ-সেঞ্চুরির পথে দুই পাক ওপেনার
১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৯১ র😼ান। ১৫.২ ওভারে নাজমুল হোসেন শান্তর বলে ১টি চার মারেন শফিক। ফখর ৪৫ ও শফিক ৪৪ রানে ব্যাট করছেন꧙।
BAN vs PAK World Cup 2023 Live: ১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৬ রান। ৪৪ বলে ৩৯ রান করেছেন আবদুল্লা শফিক। তিনি ৮টি চার মেরেছেন। ৪৫ রানে ব্যাট ক🐈রছেন ফখর জামান।
BAN vs PAK World Cup 2023 Live: মিরাজকে ছক্কা হাঁকালেন ফখর
১৩.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা মারেন ফꦓখর জামান। ওভারে ৭ রান ওঠে। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৪ রান। ফখর ৪৪ রানে ব্যাট করছেন। ৪১ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।
BAN vs PAK World Cup 2023 Live: মুস্তাফিজুরকে তিনটি বাউন্ডারি শফিকের
১৩ত🥃ম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ৩টি চার মারেন আবদুল্লা শফিক। ওভারে ১২ রান ওঠে। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৭৭ রান। ফখর ৩৭ ও শফিক ৩৮ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: শরিফুলকে বাউন্ডারি শফিকের
১১.৩ ওভারে শরিফুল ইসলামের বলে দুর্দান্ত ১টি চার মার𝔍েন আবদুল্♊লা শফিক। ১১.৫ ওভারে একটি ছক্কা হাঁকান খফর। ওভারে ১১ রান ওঠে। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৬৫ রান। ফখর ৩৭ ও শফিক ২৬ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ৫০ টপকাল পাকিস্তান
দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। ৯.১ ওভারে শরিফুলের বলে চার মারেন ফখর জামান। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে পাকিস্তান স্কোর বিনা উইকেটে ৫২ রান। ফ🐎খর ৩০ ও শফিক ২০🎀 রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: মেহেদিকে ছক্কা হাঁকালেন ফখর
৭.৫ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ছক্কা হাঁকান ফখর জামান। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪২ রান। ফখর ও শফিক, উভ𓆉য়েই ব্যক্তিগত ২০ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: মিরাজকে বাউন্ডারিতে স্বাগত শফিকের
ষষ্ঠ ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় বাংলাদেশ। বল করতে আসেন মেহেদি হাসান মিরাজ। তাঁ๊র ওভারে ১টি চার মারেন শফিক। ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৮ রান। শফিক ১৫ রানে ব্যাট করছেন। ১১ রান করেছেন ফখর।
BAN vs PAK World Cup 2023 Live: তাসকিনকে ছক্কা হাঁকালেন ফখর
৪.৩ ওভারে তাসকিন আহমেদের বলে দুর্দান🗹্ত ১টি ছক্কা মারেন ফখর জামান। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৩ রান। শফিক ১১ ও ফখর ১০ রানে ব্যাট ক𝓡রছেন।
BAN vs PAK World Cup 2023 Live: শরিফুলকে বাউন্ডারি শফিকের
চতুর্থ ওভারে শরিফুল ইসলামের বলে ১টি চার মারেন আবদুল্লা শফিক। ওভারে মোট ১০ রান ওঠে। ৪ ওভার শেষে পাকিস্তানে🐈র স্কোর বিনা উইকেটে ১৬ রান। শফিক ১১ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: সতর্ক শুরু পাকিস্তানের
দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামের বলে কোনও রান সংগ্রহ করেনি পাকিস্তাꦰন। তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে কোনও রান খরচ করেননি তাসকিন। সুতরাং, পরপর ২টি ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেননি পাকিস্তানের ওপেনাররা। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৬ রান।
BAN vs PAK World Cup 2023 Live: পাকিস্তানের রান তাড়া শুরু
আবদুল্লা শফিককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ফখর জামান। বাংলাদেশের হয়ে ন🎉তুন বলে দৌড় শুরু করেন তাসকিন আহমেদ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন শফিক। যদিও রান-আউট হতে হতে বাঁচেন আবদুল্লা। বল স্টাম্পে লাগলে পাকিস্তান শূন্য রানে ১ উইকেট হারাত। চতু্র্থ বলে ১ রান নেন ফখর। পঞ্চম বলে চার মারেন শফিক। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তোলে পাকিস্তান।
BAN vs PAK World Cup 2023 Live: কলকাতার বিরিয়ানি খেয়ে লড়াইয়ে বাবররা
ম্যাচের আগের রাতে হোটেলের ডায়েট খাবার বাদ দিয়ে কলকাতার বিখ্যাত রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করে পাকিস্তান। বিস্তারিত পড়ুন:- BAN vs PAK- হোটেলের ডায়েট ডিনার ℱবাদ দিয়ে, কলকাতার বিরিয়ানি খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামল পাকিস্তান
BAN vs PAK World Cup 2023 Live: জিততে পারবে বাংলাদেশ?
পাকিস্তানের সামনে এত ছোটখাটো টার্গেট ঝুলিয়ে দিয়ে জিততে পারবে বাংলাদেশ? না জিতলে চলতি বিশ্বকাপে বাংলাদেশেকে টানা ৬ নম্বর হারের মুখ দেখতে 𝓀হবে। পাকিস্তানকে অবশ্য খাতায়-কলমে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।
BAN vs PAK World Cup 2023 Live: ২০০ টপকে অল-আউট বাংলাদেশ
৪৫.১ ওভারে মহম্মদ ওয়াসিম𒆙ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজুর রহমান।🙈 ৭ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ২০৪ রানে অল-আউট হয়ে যায়। ১ রানে নট-আউট থাকেন শরিফুল। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ২০৫ রানের। ওয়াসিম ৮.১ ওভারে ১টি মেডেন-সহ ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
BAN vs PAK World Cup 2023 Live: ৪৫ ওভারের খেলা শেষ
৪৫ ওভার শেষে বাংলাদেশের স্꧃কোর ৯ উইকেটে ২০৪ রান। মুস্তাফিজুর ৩ ও শরিফুল ১ রানে ব্যাট করছেন। শাহিন 🦂৯ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: তাসকিনকে ফেরালেন ওয়াসিম
একই ওভারে একজোড়া উইকেট তুলে নিলেন মহম্মদ ওয়াসিম। ৪৩.৩ ওভারে মহম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তাসকিন আ🔥হমেদ। ১৩ বলে ৬ ﷺরান করেন তাসকিন। বাংলাদেশ ২০১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শরিফুল ইসলাম। ওয়াসিম ৮ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
BAN vs PAK World Cup 2023 Live: মিরাজকে ফেরালেন ওয়াসিম
৪৩.১ ওভারে মহম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেহেদি হাসান মিরাজ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ২৫ রান করেন তিনি। বাংলাদেশ ২০০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে 🍨নামেন মুস্তাফিজুর রহমান।
BAN vs PAK World Cup 2023 Live: ২০০ ছুঁল বাংলাদেশ
৪৩তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলাদেশ। তাদের স্কোর ৭ উইকেটে ২০০ রান। মেহেদি হাসান মিরাজ ২৫ রানে ব্যাট ক🏅রছেন। তাসকিন ব্যাট করছেন ৬ রানে।
BAN vs PAK World Cup 2023 Live: বোলিং কোটা শেষ উসামা-ইফতিকারের
বোলিং কোটা শেষ উসামা মীর ও ইফতিকার আহমেদে🐠র। উসামা ১০ ওভারে ৬৬ রান খরচ করে ১টি উইকেট নেন। ইফতিকার ১০ ওভারে ৪৪ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন।
BAN vs PAK World Cup 2023 Live: শাকিবকে ফেরালেন হ্যারিস
৩৯.৩ ওভারে হ্যারিস রউফের বলে আঘা সলমনের হাতে ধরা পড়েন শাকিব আল হাসান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ ১৮৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাসকিন আহমেদ। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর🍃 ৭ উইকেটে ১৮৮ রান। ১৭ রানে ব্যাট করছেন মেহেদি হাসান। হ্যারিস ৮ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: উসামাকে ছক্কা মেহেদির
৩৭.৫ ওভারে উসামা মীরের বলে দুর্দান্ত ১টি ছক্কা মারেন মেহেদি হাসান মিরাজ। ও🐓ভারে ১০ রান ওঠে। ৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৮২ রান। শাকিব ৪১ ও মিরাজ ১৬ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ইফতিকারকে ৩টি বাউন্ডারি শাকিবের
৩৭তম ওভার💖ে ইফতিকার আহমেদের বলে পরপর ৩টি বাউন্ডারি মারেন শাকিব আল হাসান। ওভারে মোট ১৪ রান ওঠে। বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৭২ রান। শাকিব ৩৯ ও মেহেদি হাসান মিরাজ ৮ রানে ব্যাট করছেন। ইফতিকার ৯ ওভারে ৪১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ১৫০ টপকাল বাংলাদেশ
৩৫তম ওভারে দলগ𝓀ত ১৫০ রানের গণ্ডি টপকায় বাংলাদেশ। তাদের স্কোর ৬ উইকেটে ১৫৩ রান। ৪৯ 🦋বলে ২৩ রান করেছেন শাকিব আল হাসান। ৮ বলে ৫ রান করেছেন মেহেদি হাসান মিরাজ।
BAN vs PAK World Cup 2023 Live: লড়াই জারি শাকিবের
৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৪৯ রান। শাকিব আল হাসা𓄧ন ৪৪ বলে ২০ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। ৪ রানে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ।
BAN vs PAK World Cup 2023 Live: তৌহিদকে ফেরালেন উসামা মীর
৩১.৩ ওভারে উসামা মীরের বলে স্লিপে ইফতিকার আহমেদের হাতে ধরা পড়েন তৌহিদ হৃদয়। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করেন তিনি। বাংলাদেশ ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। উসামা🍬 ৬ ওভার🦩ে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
BAN vs PAK World Cup 2023 Live: মাহমুদুল্লাহকে ফেরালেন শাহিন
৩০.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ৫৬ রান করে সাজঘরে 💝ফেরেন তিনি। বাংলাদেশ দলগত ১৩০ রানে ৫ উইকেট হারায়। ম্যাচে শাহিনের এটি তৃতীয় শিকার। ব্যাট করতে নামেন তৌহিদ হৃদয়। ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৩৩ রান। শাকিব ܫ১৪ রানে ব্যাট করছেন। শাহিন ৬ ওভারে ১৫ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভারের খেলা শেষ। ৩০ ও💯ভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। মাহমুদুল্লা💙হ ৫৬ ও শাকিব আল হাসান ব্যক্তিগত ১২ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: প্রথম বাউন্ডারি শাকিবের
২৮তম ওভারে মহম্মদ ওয়াসিমের প্রথম বলে চার মারেন শাকিব আল হাসান। ২৮ 🧔ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১২১ রান। মাহমুদুল্লাহ ৫২ ও শাকিব ১০ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: লড়াকু হাফ-সেঞ্চুরি মাহমুদুল্লাহর
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন মাহমুদুল্লাহ। ২৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১১৩ রান। মাহমুদুল্লাহ ৫০ ও শাকিব ৪ র🧔ান🍎ে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৯ রান। ৪৮ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ। ২ রানে ব্যাট করছেন শꩵাকিব আল হাসান।
BAN vs PAK World Cup 2023 Live: হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় মাহমুদুল্লাহ
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে মাহমুদুল্লাহ। ⛦২৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৪ রান। ৪৮ রানে ব্যাট করছেন মাহমুদুল্লা। ৮ বল খেলেও এখনও🦹 খাতা খোলেননি শাকিব।
BAN vs PAK World Cup 2023 Live: হাফ-সেঞ্চুরি হাতছাড়া লিটনের
২০.৫ ওভারে ইফতিকার আহমেদের বলে আঘা সলমনের হাতে ধ🌄রা পড়েন লিটন দাস। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশ ১০২ রানে ৪ উইকেট হারা𒁃য়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ইফতিকার ৪ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ৪৬ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ।
BAN vs PAK World Cup 2023 Live: উসামার ওভারে চার-ছক্কা
২০তম ওভারে উসামা মীরের বলে ১টি চার মারেন লিটন। ১টি ছক্কা মারেন মাহমুদুল্লাহ। ওভারে ১১ রান ওঠে। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। লিটন ৪৪ ও মাহমুদুল্লাহ ৪১ রানে ব্যাটꩲ করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ১৯ ওভারের খেলা শেষ
১৯ ওভারের খেলা শেষ। বাংলাদেশের স্কোর ৩𝔍 উইকেটে ৮৫ রান। লিটন দাস ৩৯ রানে ব্যাট করছেন। ব্যক্তিগত ৩৫ রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল্লাহ।
BAN vs PAK World Cup 2023 Live: জমাট জুটি লিটন-মাহমুদুল্লাহর
জমাট জুটি লিটন-মাহমুদুল্লাহর। ১৭ ওভার শেষে বাংলাদেশ🌠ের স্কোর ৩ উইকেটে ৭৫ রান। ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন লিটন-মাহমুদুল্লাহ। লিটন ৩৩ ও মাহমুদুল্লাহ ৩১ রানে 🍨ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভারের খেলা শেষ। জলপানের বিরতির পরের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি মহম্মদ ওয়াসিম🐷। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬৬ রান।
BAN vs PAK World Cup 2023 Live: উসামাকে বাউন্ডারি মাহমুদুল্লাহর
১৪তম ওভারে উসামা মীরের বলে ১টি চার মা🐼রেন মাহমুদুল্লাহ। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬৬ রান। লিটন দাস ৩০ ও মাহমুদুল্লাহ ২৫ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ওয়াসিমের ওভারে ৫ রান
১৩তম ওভারে ৫ রান খর𓆉চ করেন মহম্মদ ওয়াসিম। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। লিটন ৩০ রানে ব্যাট করছেন। মাহমুদুল্লাহ ২১ রানে অপরাজিত রয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ৫০ টপকাল বাংলাদেশ
১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। উসামা মীরের বলে ১টি চার মারেন মাহমুদুল্লাহ। ওভারে ৮ রান ওঠে। ১২ ওভা🦩র শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৬ রান। লিটন ২৮ ও মাহমুদুল্লাহ ১৮ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: ওয়াসিমকে জোড়া বাউন্ডারি
১১তম ওভারে প্রথমবার বল করতে আসেন মহম্মদ ওয়াসিম। ১টি করে চার মারেন লিটন ও মাহমুদুল্লাহ। ওভারে ১১ রান ওঠে। ১১ 𒀰ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৮ রান💯। লিটন ২৫ ও মাহমুদুল্লাহ ১৩ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: প্রথম পাওয়ার প্লে-র খেলা শেষ
প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভারের খেলা শেষ। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩৭ রান। লিটন ১৯꧅ রানে ব্যাট করছেন। হ্যারিস ৩ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। মাহমুদুল্লাহ ৯ রানে ব্যাট করছেন।
BAN vs PAK World Cup 2023 Live: শাহিনকে বাউন্ডারি মাহমুদুল্লাহর
নবম ওভারে শাহিন আফ্রিদির চতুর্থ বলে চার ম🥃ারেন মাহমুদুল্লাহ। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩৬ রান। লিটন ১৮ ও মাহমুদুল্লাহ ৯ রানে ব্যাট করছেন। শাহিন ৫ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: রিভিউ খোয়াল পাকিস্তান
৭.৩ ওভারে মাহমুদুল্লাহর বিরুদ্ধে এলবিডব্লিউর আব𝓀েদন জানান হ্যারিস রউফ। আম্পায়ার আউট দেননি। বাবর অনিচ্ছা সত্ত্বেও রউফের জোর𝓀াজুরিতে রিভিউয়ের আবেদন জানান। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল স্টাম্পে লাগছিলই না। ফলে রিভিউ খোয়াতে হয় পাকিস্তানকে। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩২ রান। হ্যারিস ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট তুলে নিয়েছেন।
BAN vs PAK World Cup 2023 Live: শাহিনকে বাউন্ডারি লিটনের
সপ্তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে চার মারেন লিটন দাস। ৭ ওভার শেষে বাংলাদেশের 🦋স্কোর ৩ উইকেটে ২৭ রান। লিটন ২৬ বলে ১৮ রান করেছেন। মেরেছেন ৩টি চার। আফ্রিদি ৪ ওভারে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছ🉐েন।
BAN vs PAK World Cup 2023 Live: মুশফিকুরকে ফেরালেন হ্যারিস
ষষ্ঠ ওভারে প্রথমবার বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন লিটন দাস। পঞ্চম বলে ১টি চার মারেন মুশফিকুর রহিম। শেষ বলে হ্যারিস তুলে নেন মুশফিকের উইকেট। ৫.৬ ওভারে রউফের বলে রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন রহিম। ১ট🌟ি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়েন মুশফিকুর। বাংলাদেশ ২৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ।
BAN vs PAK World Cup 2023 Live: টেস্টের গতিতে শুরু বাংলাদেশের
৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০ রান। ১৬ বলে ৫ রান করেছেন লিটন দাস। ৬ বলে ১ রান করেছেন মুশফিকুর র🌼হিম। ৩ ওভারে ১টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। ২ ওভারে ৮ রান খরচ করেছেন ইফতিকার আহমেদ।
BAN vs PAK World Cup 2023 Live: নাজমুলকে ফেরালেন শাহিন
২.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে উসামা মীরের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করেন তিনি। বাংলাদেশ দলগত ৬ রানে ⭕২ উইকেট হারায়। ব্যাট করতেꦕ নামেন মুশফিকুর রহিম। শাহিন ২ ওভারে ১টি মেডেন-সহ ১ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।
BAN vs PAK World Cup 2023 Live: খাতা খুলল বাংলাদেশ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ইফতিকার আহমেদ। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন লিটন দাস। শেষ বল🍌ে চার মারেন নাজমুল হোꦛসেন শান্ত। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫ রান।
BAN vs PAK World Cup 2023 Live: তানজিদকে ফেরালেন শাহিন
ম্যাচের প্রথম ওভারেই তানজিদ হাসানের উইকেট তুলে নিলেন শাহিন আফ্রিদি। ০.৫ ওভারে শাহিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তানজিদ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তানজিদ। ব্যাট হাতে লিটনের সঙ্গে ক্রিজে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। শাহিন নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করে ১টি উইকেট তুলে নেন। ওয়ান ডে ক্রিকেটে এটি শাহি﷽ন আফ্রিদির ১০০তম উইকেট। উল্লেখ্য, বিশ্বের দ্রুততম পেসার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন শাহিন। তিনি মোটে ৫১টি ইনিংসে বল করে এমন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। এর আগে সব থেকে কম ৫২টি ইনিংসে ১০০ ওয়ান ডে উইকেট নেওয়া পেসাꦰর ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
BAN vs PAK World Cup 2023 Live: পাকিস্তানের প্রথম একাদশ
আবদুল্লা শফিক, ফখর জামান, বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ র🌼িজওয়ান (উইকেটকিপার), সউদ শাকিল, ইফতিকার আহমেদ, আঘা সলমন, শাহিন আফ্রিদি, উসামা মীর, মহম্মদ ওয়াসিম ও হ্যারিস রউফ।
BAN vs PAK World Cup 2023 Live: বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহম﷽ুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
BAN vs PAK World Cup 2023 Live: প্রথম একাদশে বদল দু'দলেরই
পাকিস্তান তাদ🎀ের প্রথম একাদশে একসঙ্গে ৩টি বদল করে। তারা দলে ফেরায় ফখর জামান ও আঘা সলমনকে। বাদ পড়েন ইমাম উল হক ও মহম্মদ নওয়াজ। শাদব ফিট হয়ে ওঠেননি বলে তাঁর বদলে উসামা মীর লড়াই চালাবেন এই ম্যাচেও। উল্লেখ্য, গত ম্যাচে শাদবের কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন উসামা। বাংলাদেশ মেহেদি হাসানকে বসিয়ে মাঠে ফেরায় তৌহিদ হৃদয়কে।
BAN vs PAK World Cup 2023 Live: টস জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জꩲিতল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ দলনায়ক শাকিব আল হাসওান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ইডেনে রান তাড়া করবে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তান।