শ🐼্রীলঙ্কা🅰 তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও, একেবারেই চিন্তিত নয়। তবে এই ম্যাচের পর তাদের আশঙ্কার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কুশল পেরেরার চোট।
৩ অক্টোবর শ্রীলঙ্কা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। আর ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা෴র বিরুদ্ধে শ্রীলঙ্কা তাদের ব🍸িশ্বকাপ অভিযান শুরু করবে। লঙ্কার ৩ অক্টোবরের ম্যাচ নিয়ে ভাবছেই না। তাদের মাথায় এখন একটাই ভাবনা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কুশল পেরেরাকে পাওয়া যাবে তো?
শুক্রবার গোয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.১ ওভারে ২৬৩ রান করেছিল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আট ওভার বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায়। সেই ম্যাচে ২৪ বলে ৩৪ রান করার পর তা🗹দের হার্ড-হিটিং ওপেনার কুশল পেরেরা চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। আর কুশল পেরেরার এই চোট লঙ্কা ব্রিগেডের জন্য বড় ধাক্কা হয়ে গিয়েছে।
প্রায় এক বছর আগে অস্ত্রোপচার হয়েছিল লঙ্কার তারকা ওপেনারের। সেই ডান কাঁধেই ব্যথা অনুভব করেন কুশল পেরেরা। অবশ্য তার আগে ছ'টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন বাঁ-হাত꧃ি ব্যাটার। তাঁকে বেশ ছন্দে রয়েছেন বলে মনে হচ্ছিল। তবে ব্যাট করার সময়ে তাঁর অস্বস্তি হওয়ায় তিনি মাঠ ছেড়ে উঠে যাওয়া আগে বেশ কয়েক বার ফিজিয়োকে ডেকেছিলেন। শেষ পর্যন্ত ব্যথা বেশি হওয়ায়, তাঁকে মাঠ ছাড়তে হয়।
ইতিমধ্যেই চোটের কারণে বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় শ্রীলঙ্কা টিমে নেই। লঙ্কা ব্রিগেডের তারকা স💃্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা হ্যামস্ট্রিং চোটর কারণে বাদ পড়েছেন। তাদের পেসার দুশমন্থ চামের🦋াও কাঁধের চোট সারাতে ব্যর্থ হন। যে কারণে তাঁকেও ১৫ জনের দলে রাখা সম্ভব হয়নি। এর মাঝে কুশল পেরেরার চোট হয়ে গেলে মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে শ্রীলঙ্কাকে।
আরও পড়ুন: বিধ্বং🍸সী বাবর-রিজওয়ানরা, তিনশোর উপর রান করেও কিউꦗয়িদের কাছে ৫ উইকেটে হারল পাকিস্তান