শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে একের পর এক লজ্জার সম্মুখীন হতে হচ্👍ছে ইংল্যান্ড দলকে। রবিবার লখনউতে ভারতের বিরুদ্ধে ম্যাচেও হারতে হয়েছে ইংল্যান্ড দলকে। মাত্র ২৩০ রানের জয়ের লক্ষ্য মাত্রা তাড়া করতে গিয়ে ১০০ রানের বড় ব্যবধানে তাদের হারতে হয়েছে। ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বার তারা 𒐪পরপর পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। এর পরেই নানা বিষয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইংল্যান্ড দল নিয়ে। ঠিক উল্টোদিকে ভারতীয় দলের চেহারাটা একেবারেই অন্য রকম। সেখানে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং সব বিভাগেই প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এমন আবহেই ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে ভূয়সী প্রশংসায় ভরালেন টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন ইংরেজ অধিনায়ক পল কলিংউড। ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারকে যে ডেলিভারিতে আউট করেছেন কুলদীপ, তা দেখে মুগ্ধ তিনি।
পাশাপাশি চলতি ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের '১২ তম' ক্রিকেটারকে নিয়েও সবিস্তারে কথা বলেছেন তিনি। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘দেখুন এটা দারুণ বিষয়। তাই না? যখন আমরা দেখি বিষয়টি (ভারতের বোলিং), তখন কি ভালো লাগছিল তাই না। আমি দেখছিলাম আর নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না। প্রথম উইকেট পাওয়ার পরে ওরা মুহুর্মুহু আক্রমণ করছিল। অনবদ্য লাইন এবং লেন্থে বল করছিল ভারতীয় বোলাররা।🍃 ওই সময়ে দর্শকরা দারুণ ভাবে দলকে সমর্থন করেছে। ওদের চিৎকারে স্টেডিয়ামে তখন কান পাতা দায়। টিভিতে যখন আমরা গোটা এই বিষয়টি দেখি, তখন অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়। অনেকটা দলের হয়ে ১২তম ক্রিকেটার খেলার সমান এই বিষয়টা।’
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে বিতর্ক আরও বাড়িয়ে প্রধান𓃲 নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন ইনজামাম