বিশ্বকাপে ভারতের মতোই নিউজিল্যান্ড দুরন্ত ছন্দে রয়েছে। তারাও টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচেই অপ্রতিরোধ্য জয় পেয়েছে। এবং রানরেটে এগিয়ে থাকার সুবাদে ভারতকে ছাপিয়ে শীর্ষস্থানের দখল রেখেছে কিউয়িরা। যদিও ব্ল্যাক ক্যাপরা বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচের মধ্যে🍸 তিনটি ম্যাচই তাদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা তিন দেশ- ১৪ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ৯ নম্বরে থাকা আফগানিস্তান এবং ৮ নম্বরে থাকা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে। তবে উদ্বোধনী ম্যাচে কিউয়িরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে রানার্স হওয়ার বদলা পূরণ করে।
রবিবার ধর্মশালায় এবার ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। যারা ইতিমধ্যে আফগানিস্তান, বাংলাদেশ বাদেও অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে হারিয়েছে। স্বভাবতই নিউজিল🌄্যান্ডের সামনে এবার বড় পরীক্ষা।
এইচপিসিএ স্টেডিয়ামের পিচ শক্ত এবং ঘাসে ঢাকা। এই রকম পিচ একদিনের ম্যাচের জন্য স্পোর্টিং। সাধারণত বোলার এবং ব্যাটার উভয়েই সুবিধা পায় এই রকম পিচে, তাই কিউয়িদের গনগনে পেস আক্রমণ এবং তারকা-💜খচিত ভারতের টপ-অর্ডারের মধ্যে তীব্র লড়াই নিঃসন্দেহে ম্যাচে বাড়তি উত্তাপ ছড়াবে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার স্বীকার করেছেন যে, ভারতের ইনিংসের প্রথম পাওয়ারপ্লে-তে তাঁরা কী রকম বল করে, ꦦতার উপর পুরো ম্যাচটাই নির্ভর করবে।
স্যান্টার দাবি করেছেন, ‘ধর্মশালায় উইকেটে কিছুটা গতি আর বাউন্স ছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচেও সেটা থাকবে কি না, তা দেখতে হবে। আমি মনে করি, পাওয়ারপ্লে খুব গুরুত্বপূর্ণ হবে। ভারতকে শুরুতেই আ♛টকাতে হবে। রোহিত (শর্মা) ) শুরুটা দারুণ করছে। ভারতের ভিত গড়ে দিচ্ছে। ত📖াই আমরা যে ভাবে খেলছি, সেই ভাবেই ভারতের বিরুদ্ধে খেলতে হবে। ওদের উপর চাপ তৈরি করতে হবে। এবং দেখতে হবে কী হয়!’
স্🐼যান্টনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিখুঁত ক্রিকেট খেলার থেকেও তাঁদের আসল লক্ষ্য হল ২ পয়েন্ট সংগ্রহ করা। বাঁ-হাতি স্পিনারের কথায়, ‘একেবারে নিখুঁত খেলা খেলব, এই রকম ভাবনা আমাদের নেই। সে রকম আমরা খেলছিও না। আমাদের লক্ষ্য দু’টো পয়েন্ট তুলে নেওয়া। যে ভাবে এই প্রতিযোগিতায় খেলে আসছি, সে ভাবেই খেলে যেতে চাই। দল হিসেবে আমাদের লক্ষ্য থাকে, পরিবেশ আর পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।’
সঙ্গে তাঁর সংযোজন, ‘আমরা চারটে ম্যাচ খেলেছি। আর চারটে ম্যাচের পিচই একে অন্যের চেয়ে আলাদা ছিল। ভারতের বিরুদ্ধেও পিচটা যে অন্য রকম হবে, সে ব্যাপౠারে আমরা নিশ্চিত। সেই পিচের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। এর উপরেই সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে।’