ক্রিকেট বিশ্বে এখন যেই ক্রিকেটার সকলের নয়নের মনি এবং একই সঙ্গে বোলারদের কাছে ভয়ের কারণ, এবার সেই জানালো নিজের মুখে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর অভিজ্ঞতা কেমন। তিনি আর কেউ নন, তিনি টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। কেন এই ব্যাপার? কারণ এই স্টেডিয়ামে কিং কোহলির নামে 𒁃রয়েছে প্যাভিলিয়ন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের বক্তব্য, এটি তাঁর কাছে যতটা সম্মানজনক তেমনি একটি অস্বস্তির কারণও। একটি সাক্ষাৎকারে বিরাট জানান, 'আমার কাছে ওই ময়দানটা সবকিছু। কারণ ওখানে আমি ছোটবেলা থেকে অনেক ক্রিকেট খেলেছি। শুধু রঞ্জি নয়, আমি দেশের হয়েও ওই ময়দানে অনেকবার খেলেছি। সুতরাং আমার কাছে ওই ময়দানটা অত্যন্ত স্পেশ্যাল। শুধু 𝔍আমি নয়, সবার ক্ষেত্রে এই ব্যাপারটা একই। এই ময়দান থেকেই আমি প্রথম শুরু করেছিলাম। এখানেই আমায় প্রথমবার নির্বাচকরা দেখেন আর সুযোগ দেয়। সুতরাং এই অনুভূতিটা আমার কাছে একটা অন্যরকমের অনুভূতি আর অরুণ জেটলি স্টেডিয়ামে গিয়ে খেলার ব্যাপারটাই আলাদা।'
এরপরই যখন তাঁকে নিয়ে স্টেডিয়ামে প্যাভিলিয়ন সম্🔯বন্ধে প্রশ্ন করা হয়, বিরাট জানান, 'দেখুন এটা যেমনি গর্বের ব্যাপার, তেমনি একইসাথে অস্বস্তিকরও বটে। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাইনা। তবে এটাই বলব দিনের শেষে আমি খুবই খুশি এবং গর্বিত। কারণ আমি জীবনেও ভাবিনি আমাকে নিয়ে কোন স্টেডিয়ামে প্যাভিলিয়ন তৈরি হবে।' এছাড়াও বিরাট কোহলি কেএল রাহুলের সঙ্গে গত ম্যাচের পার্টনারশিপের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'আমরা ওই মুহূর্তে অত কিছু ভাবিনি। কত বলে কত🃏 রান দরকার কিছুই দেখিনি। শুধু খেলে যাচ্ছিলাম খেলাটা।'
প্রসঙ্গত, বিশ্বকাপ যুদ্ধের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্যাচ বের করেন বিরাট কোহলি ও কেএল রাহুল। বিরাট কোহলি ক꧂রেন ৮৫ ও কেএল রাহুল অপরাজিত থাকেন ৯৭ রানে। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে নিয়ে ম্যাচটি ছয় মেরে শেষ করে কেএল রাহুল। ম্যাচের সেরা হন তিনি। আজ এই মুহূর্তে চলছে ভারত ও আফগানিস্তানের ম্যাচ। ভারতের পরবর্তী খেলা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তবে এই মুহূর্তে দুই দলই রয়েছে ছন্দে এবং শক্তিশালী অবস্থায়। এবার দেখার বিষয় আগামী ম্যাচগুলিতে বিরাট আর কি খেলা দেখাতে পারেন।