দক্ষিণ আফ্রিকা বড় রানের বোঝা ঘাড়ের উপর চাপিয়ে দিতেই তাসের ঘরের ম☂তো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের প্রতিরোধ। যে নিউজিল্যান্ডকে বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, পুণেতে তারাই অসহায় আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকার কাছে। ব্যাটে-বলে নিখুঁত পারফর্ম্যান্স উপহার দিয়ে 🔜কিউয়িদের দুরমুশ করে দক্ষিণ আফ্রিকা। সেই সুবাদে তারা বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলে।
বুধবার মꦜহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশ🥃ন স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি'কক ও রাসি ভ্যান ডার দাসেনের জোড়া শতরানের সুবাদে তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
কুইন্টন ডি'কক ওপেন করতে নেমে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের 𓆉গণ্ডি টপকে যান ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৩ ব🎃লে। শেষমেশ ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৬ বলে ১১৪ রান করে মাঠ ছাড়েন ডি'কক।
রাসি ভ্যান ডার দাসেন ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ বলে꧒। শেষ পর্যন্ত ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন দাসেন।
ডেভিড মিলার ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৩ রান ক💛রে সাজঘরে ফেরেন। এছাড়া তেম্বা বাভুমা🐭 ২৪, এনরিখ ক্লাসেন অপরাজিত ১৫ ও এডেন মার্করাম অপরাজিত ৬ রান করেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ৭৭ রানে ২টি উইকেট নেন। ৪৯ রানে ১টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৬৯ রানে ১টি উইকেট নেন জেমস নিশাম।
আরও পড়ুন:- Wor𒅌ld Cup 2023: মাথায় চোট পেয়ে জ্ঞান হারালℱেন ম্যাক্সওয়েল, নেই ইংল্যান্ড ম্যাচে!
জবাবে ব্ꦍযাট করতে নেমে নিউজিল্যান্ড ৩৫.৩ ওভারে মাত্র ১৬৭ রানে অল-আউট হয়ে যায়। ১৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। উইল ইয়ং ৩৩, ডারিল মিচেল ২৪ ও গ্লেন ফিলিপস ৬০ রান করেন। ডেভন কনওয়ে ২, রাচিন রবীন্দ্র ৯, টম লাথাম ৪, মিচেল স্যান্টনার ৭, টিম সাউদি ৭, জেমস নিশাম ০ ও ট্রেন্ট বোল্ট ৯ রান করে আউট হন।
৪৬ রানে ৪টি উইকেট নেন দক্ষিণ আ🐼ফ্রিকার কেশব মহারাজ। ৩১ রানে ৩টি উইকেট দখল করেন মারকো জানসেন। ৪১ রানে ২টি উইকেট পকেটে পোরেন জেরাল্ড কোয়েটজি। ১৬ রানে ১টি উইকেট দখল করেন কাগিসো রাবাদা। ম্যাচের সেরা হন দাসেন🦩। ৭ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬টি জয়-সহ ১২ পয়েন্ট সংগ্রহ করে।