শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম বড় তারকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সম্প্রতি তাঁর নেতৃত্বেই জাতীয় দল গিয়েছিল এশিয়া কাপ খেলতে। তাঁর নেতৃত্বেই আসন্ন ওডিআ꧒ই বিশ্বকাপেও খেলতে চলেছে পাকিস্তান দল। তার আগে দেশে ফিরে আপাতত ছুটির মেজাজে রয়েছেন বাবর।
নিজের সাধের অডি গাড়ি করেই তিনি বেরিয়ে ছিলেন বেড়াতে। সেখানে গাড়িতে বেপরোয়া গতি তোলার কারণে পাকিস্তান ট্রাফিক পুলিশের জরিমানার কবলে পড়তে হল তাঁকে। জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও আইন ভাঙাতে তাঁকে রেয়াত করলꦗ না জাতীয় হাইওয়ে এবং মোটরওয়ে পুলিশ।
বাবর আজমকেও জরিমানা করল পাকিস্তান 🌄ট্রাফিক পুলিশ। জরিমানা দেওয়ার পরে বাবরের একটি ছবিও বেশ ভাইরাল হয়েছে। বাবর আজমের পরনে ছিল একটি কালো হাফ প্যান্ট এবং একটি কালো স্লিভলেস টি-শার্ট। তাঁর পাশেই রয়েছেন একজন পাক ট্রাফিক পুলিশের কর্মী। পিছনে রয়েছে বাবরের অডি গাড়িটি। বাবর নিজের অডি গাড়িটি নিয়ে স্পিড লিমিট ক্রস করে ট্রাফিক আইন ভাঙেন। ফলে মাসুলও গুনতে হল তাঁকে।
এশিয়া কাপের পর দেশে ফিরেছেন বাবর। সারছেন বিশ্বকাপের প্রস্তুতি। তার মাঝেই অবসর সময়টা একটু নিজের মত করে কাটাতে গিয়েই বিপদে পড়েন বাবর। নিজের অডি গাড়ি নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছিলেন, তখনই ঘটে ঘটনাটি। তা করতে গিয়েই বিপাকে পড়লেন তিনি। নতুন🐬 অডি গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় বেরিয়ে ছিলেন বাবর। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। তাঁর গাড়িতে অতিরিক্ত গতি থাকায় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশ তাঁকে থামায়।
গাড়ির গতি ছিল নির্ধারিত সর্বোচ্চ সীমার থেকে অনেকটাই বেশি। ফলে ট্রাফিক আইন ভেঙে সমস্যাতে পড়ে যান বাবর। ফলে কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়তে হয়েছে বাবরকে। দিন কয়েক আগেই গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোর কারণে জরিমানা দিতে হয়েছিল বাবরকে। লাহোরের লিবার🧸্টি চকে তাঁর গাড়ি আটকে ছিল শুল্ক দফতরের কর্তারা। তারপরেই এদিন সর্বোচ্চ গতিবেগ ভাঙার দায়ে ফের জরিমানার কবলে পড়তে হল বাবরকে।