এই বছরের এশিয়া কাপ থেকে হতাশাজনক ভাবে ছিটকে গিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ বাচন ম্যাচেও হারের মুখ দেখেন তারা। এর ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যা🍌য় বাবর আজমরা। এই হারের পরেই পাক দলের ড্রেসিংরুমের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শোনা যাচ্ছে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। অধিনায়কে তারা মানতে চাইছেন না। এমনকী এই হারের পুরো দোষ দেওয়া হতে থাকে বাবরকে। এবার তাঁর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ব্যাটার জাভেদ মিয়াঁদাদ। তিনি জানান দলের হারার পুরো দোষ বাবরকে দেওয়া ঠিক নয়।
ম্যাচ হারার পর থেকে টুর্নামেন্ট জুড়ে বাবরের নেওয়া বিভ♉িন্ন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বিভিন্ন প্রশ্ন তুলতে থাকেন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বলে হারের ফলে বাবরকে তুলোধুনা করে সেই দেশের মিডিয়া। বিভিন্নমহল থেকে সমালোচিত হওয়ার নিজের স্বপক্ষে পাক অধিনায়ক তার সমর্থক পেয়েছেন যিনি বাবরকে সাপোর্ট করছেন। পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এই কঠিন পরিস্থিতিতে আজমের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন এই টুর্নামেন্টের ফাইনালে উঠꦓতে না পারা নিয়ে দায় পুরোপুরি বাবরের কাঁধে ফেলে দেওয়াটা এক ঠিক নয়।
তিনি ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ম্যাচ হারার জন্য শুধুমাত্র বাবরকে দোষারোপ কে♊ন করা হচ্ছে। যেখানে শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে পুরো দল ভাল করতে পারেনি।' এখানে না থেমে তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপের পুরোটা যদি দেখা তাহলে বোঝা যাবে আমাদের দল এই টুর্নামেন্টে খুব একটা খারাপ করেনি। এখানের পারফরম্যান্স বিশ্বকাপে দলকে সাহায্য করবে বলে মনে করছি। তবে ভারতের মাটিতে সমস্যা হতে পারে। এখন এটাই দেখার যে ভারতের আবহাওয়াতে আমাদের ক্রিকেটাররা কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারছে।’
বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার আ𝕴গে পাকদল অবশ্য তাদের প্রধান দুই বোলারকে চোটের সমস্যার জন্য দলে পাচ্ছে না। নাসিম শাহ ও হ্যারিস রউফ ভারতের বিরুদ্ধে ম্যাচেই চোট পান। নাসিম শাহের অবস্থা কেমন তা জানা যায়নি । তবে পাক টিম মারফত খবর হ্যারিসকে খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। বিশ্বকাপ খেলার আগে ভারতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এই প্রথমবা♎র পাকিস্তানের বর্তমান দল ভারতের মাটিতে ম্যাচ খেলতে নামবে।