শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই প্রাক্তন চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। মাত্র দু'টি ম্যাচে জয় পেয়েছে তারা। ইতিমধ্𝓡যেই সেমিফাইনালের দৌড় থেকেও ছিটকে গিয়েছে। আর এই ব্যর্থতার আবহেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা বোর্ডের সেক্রেটারি মোহন ডি'সিলভা।
চলতি ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কা পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে। ৭ ম্যাচের মধ্যে তা🌊রা জিতেছে মাত্র দু'টিতে। হারতে হয়েছে ৫ ম্যাচে। ভারতের বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরেছে তারা। এশিয়া কাপ ফাইনালের খারাপ স্মৃতি মনে করিয়ে দিয়েছে লঙ্কা বাহিনী। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপেও ভারতের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৫৫ রা🔯নে।
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাকে হারতে হয়েছে ৩০২ রানে। একই প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর দুই ওয়ানডেতে ৬০ বা এর কম রানে এর আগে অলআউট হয়নি কোনও দল। আর ওডিআই বিশ্ব🍬কাপে এটিই শ্রী♍লঙ্কার সর্বনিম্ন স্কোর। এমন আবহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি'সিলভা শনিবার পদত্যাগ করেছেন।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতার কারণে বেশ সমালোচনার মুখে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেছিলেন স্বয়ং শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন ফার্নান্দো। ডি'সিলভা পদত্যাগের কোনও নির্দিষ্ট ক꧋ারণ বলেননি। তবে বিশেষজ্ঞদের🃏 ধারণা, দলের ব্যর্থতাতেই সরে দাঁড়িয়েছেন তিনি।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী শুক𒁏্রবার এক বিবৃতিতে জানিয়𒈔েছিলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট অফিসিয়ালদের পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। তাঁদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’ উল্লেখ্য শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী অন্য খেলার মতো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকার কথা এসএলসি-র। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে সরকারি কোনও হস্তক্ষেপ থাকতে পারবে না। ২০১৪ সালে নির্বাচিত বোর্ড ভেঙে অন্তর্বর্তীকালীন এক কমিটি গড়েছিল শ্রীলঙ্কা সরকার। তখন আইসিসি শ্রীলঙ্কার প্রাপ্য অর্থ প্রদান স্থগিত করে দিয়েছিল।