নতুন মরশুমের জন্য খেল⭕োয়াড় খুঁজতে যে বেঙ্গল প্রো টি-২০ লিগের দিকে নজর রয়েছে আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলির, সেটা বোঝা গেল স্পষ্ট। মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস ইডেনে তাদের প্রতিনিধি পাঠাল নতুন প্রতিভার খোঁজে। দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজির স্কাউটদের সামনে মঙ্গলবার ধুমধাড়াক্কা ক্রিকেট উপহার দেন মুকেশ কুমার, রণজ্যোৎ খাইরা, ঋত্বিক চট্টোপাধ্যায়𝓰রা।
উল্লেখযোগ্য বিষয় হল মুকেশ জাতীয় দলের ক্রিকেটার। তাই আইপিএলের আঙিনায় মাথা গলানোর জন্য তাঁর আলাদা করে স্পটলাইটের দরকার নেই। তবে রণজ্যোৎ-ঋত্বিকদের পারফর্ম্যান্স মনে ধরতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের। মুম্বই ইন্ডিয়ান্♛সের হয়ে ইডেনে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা আরপি সিং ও সৌরভ তিওয়ারি। পঞ্জাব কিংসের হয়ে ইডেনে আসেন বিক্রম হাসতির।
মঙ্গলবার ইডেনে বেঙ্গল প্রো টি-২০ লিগের ১৪তম ম্যাচে সম্মুখসমরে নামে স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুর্শিদাবাদ কিংস। তার🙈া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করജে। দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন ওপেনার আদিত্য পুরোহিত। ৩৯ বলের ইনিংসে তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
৩২ বলে ৩৩ রান করেন শুভম দে। তিনি ৩টি চার ও ১টি ছক্ꦓকা মারেন। ১৬ বলে ৩১ রান করেন তৌফিক মণ্ডল। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১০ রান করেন অগ্নিভ পান। ৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তﷺন্ময় প্রামানিক। তিনিও ১টি চার মারেন।
স্ম্যাশার্স মালদার হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেম ক্যাপ্টেন মুকেশ কুমার। ২টি করে উইকেট দখল করেন গীত পুরি ও অখিল। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে 🌄১টি উইকেট নেন ঋত্বিক।
ꦕজবাবে ব্যাট করতে নেমে মালদা ১৬.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৯ রান তুলে নেয়। সুতরাং, ২২ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে মালদা। হাফ-সেঞ্চুরি করেন রণজ্যোৎ খাইরা ও ঋত্বিক চট্টোপাধ্যায়।
রণজ্যোৎ ৪২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ৫১ বলে ৭৮ রান করে নট-আউট থাকেন ঋত্বিক। তিনি ৭টি চার ও ৫টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্ꦅযে ৬ বলে ৮ রান করে🍷 আউট হন জয়জিৎ বসু। ম্যাচের সেরা হন ঋত্বিক।