অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এল ভারত। পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে ধ্বংস করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর তারপরই ফিরে পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট। তবে তাতেও ফাইনালে যাওয়ার রাস্তা খ🐼ুব সহজ হয়নি। কারণ এখনও ভারতকে অস্ট্রেলিয়ায় কমপক্ষে তিনটি টেস্টে জিততে হবে। তাহলে অন্য কোনও দলের দিকে না তাকিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে। সেই কাজটা খুব একটা সহজ হবে না। কিন্তু পার্থের অপ্টাস স্টেডিয়ামে বাউন্সি পিচে যেভাবে ভারত খেলেছে, তা সেই ‘অসম্ভব’ কাজটা সম্ভব করতেই পারে ভারত। যে মাঠে আজকের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া কোনও টেস্ট হারেনি।
বুমরাহ ম্যাজিকে ভারতের কামব্যাক
অথচ পার্থে প্রথম দিনে ভারত যখন ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছিল, ত😼খন কেউ ভাবতেই পারেনি যে এরকম দাপুটে জয় ছিনিয়ে নেবে টিম ইন্ডিয়া। সেটা যে সম্ভব হয়েছে, তার অন্যতম কারণ হলেন জসপ্রীত বুমরাহ। তাঁর ম্যাজিকে অস্ট্রেলিয়া ধ্বংস হয়ে যায়। প্রথম ইনিংসে ১৮ ওভারে ৩০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। যোগ্যসংগত করেন মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। ১৩ ওভারে ২০ রান দিয়ে দু'উইকেট নেন সিরাজ। ১৫.২ ও⛦ভারে ৪৮ রান দিয়ে তিন উইকেট নেন রানা। তাঁদের মিলিত আক্রমণে ১০৪ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
দাপুটে ব্যাটিং ও বুমরাহদের মাস্টারক্লাস
৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ৪৮৭ রান তুলে🐻 ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। প্রথম উইকেটে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ২০১ রান যোগ করেন। ৭৭ রান করেন রাহুল। ১৬১ রান যশস্বী। অপরাজিত ১০০ রান করেন বিরাট কোহলি। আর তারপর জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। শেষ বিকেলে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।
আর তারপর বুꦆমরাহ এবং সিরাজের জাদুর সাক্ষী থাকে পার্থ। ৪.২ ওভারে অস্ট্রেলিয়াকে ১২ রানে ধসিয়ে দেন তাঁরা। যে ধারাটা সোমবার সকালেও বজায় রাখেন বুমরাহ। তারপর স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড চেষ্টা করেছিলেন। কিন্তু সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান স্মিথ। বুমরাহের মাস্টারক্লাসে পরা💦স্ত হন হেড।
তারপর অস্ট্রেলিয়ার হারটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল। আর সেই শুভ কাজটা করতে বেশি সময় লাগেনি ভারতীয় বোলারদের। দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন বুমরাহ এবং সিরাজ। একটি করে উইকেট পান রানা এবং নীতীশকুমার 🗹রেড্ডি। দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
ভারতের কোন কোন ম্যাচ বাকি আছে?
১) বনাম অস্ট্রেলিয়া, ৬ ডিসেম্বর, অ্যাডিলেড। ꧟;
২) বনাম অস্ট্রেলিয়া, ১৪ ডিসেম্বর, ব্রিসবেনও (গাব্বা)।
৩) বনাম অস্ট্রেলিয়া, ২৬ ডিস🔜েম্বর, মেলবোর্ন।
৪) বনাম অস্ট্রেলিয়া, ৩ জানুয়ারি, সিডনি।
অস্ট্রেলিয়ার কোন কোন ম্যাচ বাকি আছে?
১) বনাম ভারত, ৬ ডিসেম্বর, অ্যাডিলেড।
২) বনাম ভারত, ১৪ ডিসেম্বর, ব্রিসবেন (গাব্বা)।
৩) বনাম ভারত, ২৬ ডিসেম্বর, মেলবোর্ন।
৪) বনাম ভারত, ৩ জানুয়ারি, সিডনি।
৫) বনাম শ্রীলঙ্কা, ২৯ জানুয়ারি, গল।
৬) বনাম শ্রীলঙ্কা, ৬ ফেব্রুয়ারি, গল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে হবে?
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানানো হয়েছে, ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ইংল্যান্ডের লর্ডসে। ২০২৫ সালের ১১ জুন ꦦথেকে ১৫ জুন পর্যন্ত খেলা হবে। রিজার্ভ ডেও আছে - ১৬ জুন।