ফ্লোরিডায়꧅ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পথে রোহিত শর্মার অনবদ্য এক সর্বকালীন রেকর্ড ভেঙে দেন যশস্বী জসওয়াল। দেশের জার্সিতে কেরিয়ারের প্রথম টি-২০ হাফ-সেঞ্চুরিতেই যশস্বী গড়ে ফেলেন নতুন জাতীয় রেকর্ড।
গায়ানায় প্রথমবার ভারতের টি-২০ জার্সিতে আত্মপ্রকাশ করেন যশস্বী জসওয়াল। শনিবার লডারহিলে কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-𓂃২০ ম্যাচে মাঠে নামেন তিনি। দ্বিতীয় ম্যাচেই যশস্বী আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান।
শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নেমে রেকর্ড ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন জসওয়াল। তিনি ৯টি বাউন্ড🅺ারির সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত ꩵথাকেন যশস্বী।
উল্লেখযোগ্য বিষয় হল যশস্বী কনিষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়েন এই ম্যাচে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি করার দিনে যশস্বীর বয়স ছিল ২১ বছর ২২৭ দিন। এতদিন সব থেকে কম বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করার🦋 রেকর্ড ছিল যুগ্মভাবে রোহিত শর্মা ও ইশান কিষানের দখলে।
রোহিত ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করতে নেমে ২২ বছর ৪১ দিন বয়সে টি-২০ হাফ-সেঞ্চুরি করেন। সুতরাং রোহিতের ১৪ বছর আগের সেই রেকর্ড ভেঙে চুরমার করলেন জসওয়াল। উল্লেখযোগ্য বিষয় হল, ইশান কিষান ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের হয়ে ওপেন করতে নেমে ২২ বছর ৪১ 💖দিন বয়সে টি-২০ হাফ-সেঞ্চুরি করেন।
সব থেকে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি করা ভারতীয় ওপেনাররা:-
১. যশস্বী জসওয়াল: ২১ বছর ২২৭ দিন (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩)২. রোহিত শর্মা: ২২ বছর ৪১ দিন (বনাম ইংল্যান্ড, ২০০৯)৩. ইশান কিষান: ২২ বছর ৪১ দিন (বনাম ইংল্যান্ড, ২০২১)৪. অজিঙ্কা রাহানে: ২৩ বছর ৮৬ দি🌜ন (বনাম ইংল্যান্ড, ২০১১)
আরও পড়ুন:- IND vs WI 4th T20I: গিল-য🌞শস্বীর যুগলবন্দিতে ক্যারিবিয়ানদের দুরমুশ করল ভারত
ফ্লোরিডার চতুর্থ টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওয়ܫেস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। শিমরন হেতমায়ের ৬১ রান করেন। আর্শদীপ সিং ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। যশস্বীর হাফ-সেঞ্চুরি ছাড়া ৭৭ রান করে আউট হন শুভমন গিল। ম্যাচের সেরা হন জসওয়াল।