বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় তৈরি করে ভারত। এর পিছনে অবশ্যই সবচেয়ে বড় অবদান দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং কেএল রাহুলের। এই জুটি প্রথম উইকেটের জন্য ২০১ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। যা ভারতকে বড় রানের দিকে এগিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল এদিন ভেঙে দেন সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্তের রেকর্ড। ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে ক্রিস শ্রীকান্ত এবং সুনীল গাভাসকর একসঙ্গে জুটিতে ১৯১ রান যোগ করেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল এতদিন পর্যন্ত প্রথম উইকেটের জন্য সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এহেন কৃতিত্ব অর্জনের পর কী বলছেন রাহুল এবং যশস🐻্বী? সেই ভিডিয়োই প্রকাশ করা হল BCCI-এর তরফে।
কেএল রাহুল কী বলছেন:
প্রথম ইনিংসে শুরুটা ভালো করলেও মাত্র ২৬ রানে আউট হয়ে গেছিলেন রাহুল। যদিও তাঁর উইকেট নিয়ে বিতর্ক রয়েছে। দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করেননি। ১৭৬ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ভিডিয়োতে রাহুল বলেন, ‘সব সময় অস্ট্রেলিয়া সফর হয় না, আর এরকম পজিশনে ব্যাট করারও সুযোগ থাকে না। একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সবসময় সুযোগ থাকে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আর এটাই আমাদের মাথায় ঘুরতে থাকে যখন পিচে ব্যাট করতে যাই।’ যশস্বীর সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে তিনি বলেন, ‘যশস্বীর সঙ্গে ব্যাটিং করাটা উপভোগ করেছি। অবশ্যই ২০০ রানের পার্টনারশিপ হবে সেটা ভাবিনি। প্রথমে অল্প অল্প রান করে এগিয়ে যাচ্ছিলাম, তারপর ব্যাটিং উপভোগ করতে লাগলাম এবং ধীরে ধীরে পার্টনারশিপ গ🉐ড়ে উঠল।’ রাহুল জানান, তিনি যখন যশস্বীকে ব্যাট করতে দেখে তাঁর ১০ বছর আগের নিজের প্রথম অস্ট্রেলিয়া সফরের কথা মনে পড়ে যাচ্ছিল। সেখানে মুরলী বিজয় যেভাবে তাঁকে সাহায্য করেছিলেন সেভাবেই তিনি যশস্বীকে গাইড করেছেন বলে জানান রাহুল।
যশস্বী জসওয়াল কী বলছেন:
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক ককরেন যশস্বী জসওয়াল। ব্যাট হাতে ২৯৭ বলে ১৬১ রান ক♑রেন তিনি। যশস্বী বলেন, ‘আমি এই ইনিংসটা অনেক দিন ধরে মনে রাখব। এটা আমার সবসময়ের স্বপ্ন ছিল যে অস্ট্রেলিয়া খেলব এবং আমার দেশের হয়ে একশো করব। কেএল ভাই আমাক💃ে খুব সাহায্য করেছে, এটা একটা খুবই অসাধারণ মুহূর্ত ছিল তার সঙ্গে। সে প্রতিটি বলে আমায় গাইড করছিল। বলে দিয়েছিল কিভাবে খেলতে হবে। ওরা ভালো বল করছিল কিন্তু আমার মনে হয় নতুন বলের বিপক্ষে কেএল ভাই খুব ভালো ব্যাট করে। আমি খুবই উপভোগ করেছি বিষয়টা।’