শুভব্রত মুখার্꧂জি: ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে ভারত দুরন্ত কামব্যাক করেছে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল।তৃতীয় ম্যাচে জিতে শুরু হয় তাদের ফেরার লড়াই। আর চতুর্থ ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে তারা।
তৃতীয় ম্যাচ জয়ের নায়ক যদি হয়ে থাকেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা, তবে চতুর্থ ম্যাচে ভারতের জয়ের নায়ক অবশ্যই যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। শনিবারের ম্যাচে জুটিতে নয়া নজির গড়েছেন গিল এবং যশস্বী। ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে সেরা 🐭ওপেনিং পার্টনারশিপকে স্পর্শ কর෴েছেন গিল এবং যশস্বী। তাঁরা ১৬৫ রান তুলে স্পর্শ করেন কেএল রাহুল এবং রোহিত শর্মার নজিরকে।
এরপরেই যশস্বী✨কে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে কি তাঁর হাত ধরে নয়া অধ্যায়ের সূচনা হচ্ছে? যার উত্তরে যশস্বী জানিয়েছেন, ‘ওঁরা কিংবদন্তি। আমি আমার কাজটা ঠিক করে করার চেষ্টাꦆ করি।’
ফ্লোরিডার লডারহিলে চতুর্থ টি-২০'তে বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। ৯ উইকেটের বড় ব্যবধানে জেতেন যশস্বীরা। ওপেনিং জুটিতে যশস্বী জসওয়াল এবং শুভমন গিলের অဣনবদ্য পারফরম্যান্স দেখার পরে বারবার এই প্রশ্নটা সামনে আসছিল তাহলে কি রোহিত শর্মা-বিরাট কোহলি পরবর্তী অধ্যায়ের সূচনা হয়ে গেল গিল, যশস্বীদের হাত ধরে? এই বিষয়ে ম্যাচ শেষে যশস্বীকে প্রশ্ন করা হলে তিনি বেশ সুন্দর উত্তর দিয়েছেন। উল্লেখ্য এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৭৮ রান করেছিল। যার জবাবে ভারতীয় দল ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। গিল মাত্র ৪৭ বলে করেন ৭৭ রান। অন্যদিকে মাত্র ৫১ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী জসওয়াল।
ম্যাচ শেষে যশস্বীকে রোহিত-বিরাট পরবর্তী অধ্যায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ওঁরা (বিরাট কোহলি এবং রোহিত শর্মা) ভারতের হয়ে যা করেছে তা🉐 এককথায় অনবদ্য। আমাদের খেলাতে ওঁরা নিঃসন্দেহে কিংবদন্তি। আমি এটা মনে করি মাঠে নেমে আমাদেরকে সেটাই ক🔴রতে হবে যেটা আমরা ভালোভাবে করতে পারি। আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে। আমি নিজেকে সবসময় এটা বলি যে, নিজের উপর আস্থা, বিশ্বাস রাখতে হবে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। শৃঙ্খলাপরায়ণ থাকতে হবে। ভালো করে ঘুমাতে হবে। আমি সবসময় সিনিয়রদের সঙ্গে কথা বলি। আমাদের কিংবদন্তিরা সবাই খুব ভালো। সবাই খুব সাহায্য করেন সবসময়। রোহিত ভাই, সূর্য ভাই, বিরাট ভাই, হার্দিক ভাই সবাই যেভাবে আমাদের সঙ্গে কথা বলেন, আমি সবসময় তা শোনার চেষ্টা করি। ওদের এত অভিজ্ঞতা রয়েছে যে আমি সবসময় ওদের থেকে শেখার চেষ্টা করি।'